প্রীতি পোদ্দার, কলকাতা: জোর প্রস্তুতি চলছে ২৬ এর বিধানসভা নির্বাচনের, জেলায় জেলায় সভা এবং কর্মসূচির আয়োজন করে চলেছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি। অন্যদিকে আবার রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আর এই আবহে SIR এর কাজের চাপ নিতে না পারায় আবারও মালদায় মৃত্যু হয়েছে বুথ লেভেল অফিসারের (BLO Died In Malda)। আর এই মৃত্যু ঘটনায় ফের কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলল শাসক দল।
কাজের চাপে মৃত্যু এক BLO কর্মীর
রিপোর্ট মোতাবেক, মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা ছিলেন মৃত BLO সম্পৃতা চৌধুরী সান্যাল। পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে BLO-র দায়িত্বে ছিলেন সম্পৃতা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার সঙ্গে ছিল প্রবল কাজের চাপ। মৃতার স্বামীর অভিযোগ, “ গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল। বিশ্রাম নিতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু এসআইআর-র কাজের চাপ প্রবল। কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।”
আরও পড়ুনঃ ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর
কমিশনকে দুষলেন শাসকদল
BLO মৃত্যুর এই ঘটনায় রীতিমত শোকাহত গোটা পরিবার। আজ সকালেই মৃতার বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তাঁর অভিযোগ, “কমিশনের অতিরিক্ত চাপের জেরেই BLO-রা অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই বহু BLO অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ রোগাক্রান্ত হয়ে প্রায়ত হয়েছেন।অনেকে আবার সুইসাইড করার চেষ্টা করছেন। শীঘ্রই এর ব্যবস্থা নিতে হবে কমিশনকে।” ইতিমধ্যে কাজের চাপ নিয়ে আন্দোলনেও নেমেছে BLO-দের সংগঠন।
আরও পড়ুন: হাসপাতালে থেকেও তিনবার আত্মহত্যার চেষ্টা দেবলীনার! লাইভে প্রবাহকে নিয়ে বিস্ফোরক
মালদহে BLO মৃত্যুর ঘটনায় শাসক দলের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “যেকোনও মৃত্যু দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তাঁরাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। ভয় দেখাচ্ছে, আর তাতেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে।”
M88est… feels like a good vibe here. Let’s see if Lady Luck is on my side tonight. Gonna roll the dice! Place your bets on m88est!