শাহরুখের KKR অতীত! এবার সলমান কিনলেন ক্রিকেট টিম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুজনই বলিউড দুনিয়ার রাজা। একজন কিং খান, অন্যজন ভাইজান। তবে বন্ধু শাহরুখের ক্রিকেট দল থাকলেও এতদিন সেসব নিয়ে মাথা ঘামাননি দাবাংয়ের নায়ক সলমান খান। তবে এবার তিনিও হাঁটলেন বাদশাহের পথেই।

জানা যাচ্ছে, শাহরুখ খানের পর এবার সরাসরি ক্রিকেট টিম (Salman Khan Cricket Team) কিনলেন সলমান খানও। কিন্তু কোথায় খেলবে ভাইজানের দল? IPL? তাহলে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে দুই বন্ধুর ক্রিকেট টিম?

নতুন দল কিনেই বড় ঘোষণা সলমানের

2008 সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলানোর জন্য কলকাতা নাইট রাইডার্স দলটিকে কিনে নিয়েছিলেন শাহরুখ খান। এবার সেই একই পথে হেঁটেই ক্রিকেট দল কিনলেন সলমানও। তবে IPL-এ নয়। বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে খেলবে ভাইজানের দল।

সে সম্পর্কে নিজেই ঘোষণা দিয়েছেন সলমান খান। বুধবার বলিউড তারকা সলমান জানান, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের নয়া দিল্লির ক্রিকেট দলটি কিনে নিয়েছেন তিনি। সলমান আরও বলেন, ISPL-র হাত ধরে রাস্তা থেকে স্টেডিয়ামের যাত্রা শুরু হল। ভারতের প্রতিটি রাস্তায় ক্রিকেটের আওয়াজ শোনা যাচ্ছে।

উন্মাদনাও পৌঁছে যাচ্ছে স্টেডিয়ামে। আসলে ক্রিকেট সম্পর্কে আমি খুবই আবেগপ্রবণ। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সাথে যুক্ত হতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। আগামী দিনে দেশের গলিতে গলিতে পৌঁছে যাবে এই লিগ। এখন তো সবে শুরু!

অবশ্যই পড়ুন: পরমাণু মিসাইলের নিশানায় আমেরিকা! চিনের মদতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাকিস্তানে

দলের নাম এখনও ঠিক করে উঠতে পারেননি ভাইজান

জানা যাচ্ছে, মাত্র কয়েক বছরেই দেশের জনপ্রিয়তা পেয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। এবছর তৃতীয়বারের মতো শুরু হতে চলেছে ISPL। তবে তার আগেই নতুন দল কিনে উন্মাদনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন ভাইজান। কিন্তু কোন দল কিনলেন সলমান? কী নাম সেই দলের? আপাতত যা খবর, এখনও দলের নাম ঠিক করে উঠতে পারেননি শাহরুখ বন্ধু। তবে খুব শীঘ্রই পরিকল্পনামাফিক হয়ে যাবে নতুন ক্রিকেট টিমের নামকরণ।

Leave a Comment