শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৬ লাখ টাকা, দুর্ধর্ষ স্কিম পোস্ট অফিসের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে চাইলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ভারতীয় পোস্ট অফিসের স্কিমগুলিতে (Post Office Scheme)। বিগত দিনে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন স্কিম বিনিয়োগকারীদের মুখে শুধু হাসিই ফোঁটায়নি, সেই সাথে বিনিয়োগকারী এবং তার পরিবারকে আর্থিক নিরাপত্তাও দিয়েছে। আসলে শেয়ার বাজার বা স্টক মার্কেটের ব্যাপক রমরমার মাঝেও পোস্ট অফিসের স্কিমগুলি থেকে ভরসা হারাননি গ্রাহকরা। এবার এই পোস্ট অফিসেরই একটি স্কিম আলোচনায় উঠে এসেছে। পোস্ট অফিসের তরফে নতুন বছরে সুদের হার ঘোষণা করার পরই স্কিমটিতে বিনিয়োগের জন্য একেবারে উঠেপড়ে লেগেছেন গ্রাহকরা। না বললেই নয়, এই স্কিমে অর্থ রেখে শুধুমাত্র সুদ থেকেই 6 লাখ টাকা আয় করতে পারেন আপনি।

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম

ভারতীয় পোস্ট অফিসের পুরনো এবং একটি নির্ভরযোগ্য স্কিম রেকারিং ডিপোজিট স্কিম বা RD স্কিম। বলে রাখি, এই প্রকল্পে একজন গ্রাহক চাইলে মাত্র 100 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা, নতুন বছর অর্থাৎ 2026 এর চলতি জানুয়ারিতে এই স্কিমের সুদের হার ঘোষণা করেছে পোস্ট অফিস। সেই ঘোষণা অনুযায়ী, এই স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক 6.70 শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে চাইলে বিনিয়োগকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর। সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়াও সর্বোচ্চ তিনজন জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এই স্কিমে।

সুদ থেকেই আয় হবে 6 লাখেরও বেশি

আগেই জানানো হয়েছে এই স্কিমে 100 টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যেতে পারে। তবে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। অর্থাৎ একজন ব্যক্তি চাইলে যত খুশি অর্থ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। বলে রাখি এই স্কিমে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। তবে কেউ চাইলে এই মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। এবার আসা যাক আসল কথায়। এই স্কিমে টাকা রেখে শুধুমাত্র সুদ থেকেই আয় করা যাবে 6 লাখ টাকারও বেশি।

অবশ্যই পড়ুন: ফুঁসছে নিম্নচাপ, আরও ২ ডিগ্রি নামবে পারদ, দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈতপ্রবাহ, আজকের আবহাওয়া

বলে রাখি, এই স্কিমে যদি দৈনিক 400 টাকা করে জমানো যায় তবে একজন বিনিয়োগকারী 5 বছরে 7 লাখ 20 হাজার টাকা জমাতে পারবেন। এবার ওই বিনিয়োগকারী যদি তাঁর প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেন সে ক্ষেত্রে, প্রতিদিন 400 টাকা করে জমিয়ে 10 বছরে মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াবে 14 লাখ 40 হাজার টাকা। এর সাথে বার্ষিক 6.70 শতাংশ সুদ যুক্ত হলে মেয়াদ শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে 20 লাখ 50 হাজারে। অর্থাৎ 10 বছরের জন্য বিনিয়োগ করে এই স্কিমে সুদ থেকেই আয় করা যাবে 6 লাখ 10 হাজার টাকা।

অবশ্যই পড়ুন: ৬ মাসে টাকা ডবল! বিনিয়োগকারীদের ধনী বানিয়েছে সরকারি সংস্থার স্টকটি

উল্লেখ্য, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এই স্কিমে অর্থ সঞ্চয়কালে নির্দিষ্ট সময়ের পর জমানো অর্থের 50 শতাংশ পর্যন্ত লোন হিসেবে তুলতে পারবেন বিনিয়োগকারী। তাছাড়াও গ্রাহক যদি তিন বছর এই স্কিমে অর্থ সঞ্চয় করার পর স্কিমটি বন্ধ করে দিতে চান সে ক্ষেত্রেও তিনি সুদসহ সঞ্চিত অর্থ তুলে নিতে পারবেন।

1 thought on “শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৬ লাখ টাকা, দুর্ধর্ষ স্কিম পোস্ট অফিসের”

Leave a Reply to 6gbetcasino Cancel reply