সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আসা মানেই হল বাংলা সিরিয়ালগুলির জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। প্রতি লক্ষ্মীবারে বাংলা সিরিয়ালগুলির টিআরপি লিস্ট (TRP List) বেরোয়। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। আর এবারেও টিআরপি লিস্ট আসতেই বিরাট চমক মিলল। নিশ্চয়ই ভাবছেন এই সপ্তাহে বেঙ্গল টপার কোন মেগা হল? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
বেঙ্গল টপার হল কোন সিরিয়াল?
এবারেও নিজের রেকর্ড ধরে রাখল স্টার জলসার পরশুরাম…আজকের নায়ক। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে দ্বিতীয় হয়েছে জি বাংলা-র ফুলকি। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.১। প্রতি বছর টিভি চ্যানেলগুলিতে নানা সিরিয়াল আসছে। যেগুলির টিআরপি ভালো থাকে সেগুলি চলে, আর যেগুলির টিআরপি ভালো না সেগুলি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। আবার এমন কিছু মেগা আসে যেগুলি অল্প সময়ের মধ্যেই পর্দা কাঁপাতে শুরু করে। তেমনই একটি মেগা হল পরশুরাম। এদিকে এক সপ্তাহেই ভালো ফল করেছে স্টার জলসার রাণী ভবানী।
২০২৫ সালের ১০ মার্চ থেকে পথ চলা শুরু হয়েছে স্টার জলসার এই মেগাটির। আর শুরু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মেগাটি। অল্প কিছু দিনের মধ্যেই এই মেগা দর্শকদের মন জয় করে নিয়েছে। আন্ডারগ্রাউন্ড স্পাইয়ের গল্প দর্শকদের মনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে। তার পাশাপাশি ধারাবাহিকের গল্পে একের পর এক নতুন মোড় তো রয়েছে।
সেরা ৫ কোন সিরিয়াল?
- প্রথম- পরশুরাম 7.5
- দ্বিতীয়- ফুলকি 7.1
- তৃতীয়- জগদ্ধাত্রী, চিরসখা 6.8
- চতুর্থ-রাণী ভবানী 6.7
- পঞ্চম- রাঙামতি 6.2
- ষষ্ঠ- দাদামণি 5.8
- সপ্তম- চিরদিনই তুমি যে আমার 5.7
- অষ্টম- কোন গোপনে মন ভেসেছে 4.2