শ্রীনিকেতন অতীত, দক্ষিণবঙ্গের শীতলতম স্থানের তকমা কাড়ল এই শহর! আরও বাড়বে ঠান্ডা?

South Bengal Weather

সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণবঙ্গে শীতের লড়াইয়ে (South Bengal Weather) দীর্ঘদিন ধরেই বীরভূমের শ্রীনিকেতন শীর্ষে ছিল। সেখানকার পারদ ১০ ডিগ্রির নিচে থাকায় শীতলতম এলাকার তকমা পেয়েছিল বীরভূমের এই এলাকা। তবে সোমবার আসলো সেই ছবিতে বদল। কারণ, শ্রীনিকেতনকে টেক্কা দিয়ে এবার দক্ষিণবঙ্গের সবথেকে শীতলতম স্থানের তকমা পেল নদিয়ার কল্যাণী। আবহাওয়া দফতর বলছে, সোমবার ভোরে কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর এটিই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। এমনকি এদিন দার্জিলিং এর ঠিক পরেই তালিকায় ছিল কল্যাণী। আরও কি নামবে পারদ?

কলকাতাতে ফিরল শীতের দাপট

রবিবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল শহরবাসী। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ১৫ ডিগ্রি। তবে সেই স্বস্তি খুব একটা স্থায়ী হল না। সোমবার সকাল থেকে ফের পারদ নামল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এবার রেকর্ড ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁল, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এমনকি শুধু রাতেই নয়, বরং দিনের তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি, যা গড়ের তুলনায় ১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত শীতের হাত থেকে রেহাই পাওয়ার জো নেই। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ চলবে আরও বেশ কিছুদিন। বিশেষ করে মকর সংক্রান্তির সময় কনকনে ঠান্ডা অনুভূত হবে রাজ্যবাসীর। আবহাওয়াবিদরা বলছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি তলানিতে ঠেকতে পারে। আর পরবর্তী চার-পাঁচ দিন সেরকম কোনও পরিবর্তন আসবে না। অর্থাৎ পারদ স্বাভাবিক নিচে ঘোরাফেরা করবে। আর উত্তরবঙ্গে আগামী সাতদিন তাপমাত্রায় সেরকম কোনও ওঠানামার সম্ভাবনা নেই।

বাড়বে কুয়াশার দাপট

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশার প্রকোপও বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থাকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকার সতর্কতা জারি করা হয়েছে। এর জন্য দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে। আর উত্তরবঙ্গে তো পরিস্থিতি আরও কঠিন। কারণ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে।

আরও পড়ুন: মার্চ মাস পর্যন্ত হাওড়া, কলকাতা, সাঁতরাগাছি থেকে বাতিল একগুচ্ছ ট্রেন

উল্লেখ্য, হাওয়া অফিস বলছে, সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ অনেকটাই তলানিতে ঠেকেছে। দার্জিলিং-এ সবথেকে কম ৩ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে রাজ্যজুড়ে এখনও শীতের দাপট যে শেষ হচ্ছে না তা বলা যায়। এমনকি কুয়াশার প্রকোপ আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

Leave a Comment