শ্রীলঙ্কায় ত্রাণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ চাল পাঠাল পাকিস্তান? উঠল ভয়ঙ্কর অভিযোগ

Sri Lanka Floods Pakistan send expired rice to Sri Lanka

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু প্রীতি উতলে উঠেছে পাকিস্তানের! তাই বাংলাদেশের পর শ্রীলঙ্কাকেও চাল পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। সেই মতোই, গত রবিবার শ্রীলঙ্কায় অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের তরফে সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করে দাবি করা হয়েছিল, বন্ধু দ্বীপরাষ্ট্রকে ত্রাণ (Sri Lanka Floods) পাঠাচ্ছে পাকিস্তান। সমাজ মাধ্যমের পাতায় ভেসে আসা পাকিস্তানের চালের প্যাকেটের ছবিতে লেখা এক্সপায়ারি ডেট দেখেই একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে নেট নাগরিকদের। পাকিস্তানকে নিয়ে চলছে দেদার ট্রোলিং। কেউ কেউ বলছেন, বন্ধুত্বের নাটক দেখিয়ে শ্রীলঙ্কার জনগণকে বিষ খাইয়ে মারতে চাইছে পাকিস্তান!

ফের লজ্জায় পড়ল পাকিস্তান!

গত রবিবার শ্রীলঙ্কায় পাকিস্তানি হাইকমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দুটি ছবিতে পাকিস্তানের হলদে চালের প্যাকেটের উপর ধরা পড়েছে এক্সপায়ারি ডেট। ছবিটি কিছুটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে ওই চালগুলির মেয়াদ ফুরিয়ে গিয়েছে 2024 সালের অক্টোবর মাসেই। আর সেই এক্সপায়ার্ড চাল ভর্তি প্যাকেটগুলি শ্রীলঙ্কাকে পাঠিয়ে বন্ধুত্ব দেখাতে চাইছে ইসলামাবাদ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছি ছি পড়ে গিয়েছে।

নেট নাগরিকদের কেউ কেউ লিখেছেন, “এই চাল ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। সেটাই কিনা শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে।” কেউ লিখেছেন, “এক্সপায়ারি ডেট টা ঢেকে দিয়ে তবেই পাঠাতে পারতো পাকিস্তান… এবার তো সব ধরা পড়ে গেল।” এক নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের চালের ছবি দেখে লিখেছেন, “ছি! লজ্জা হওয়া উচিত। মেয়াদ উত্তীর্ণ চাল নাকি শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে বন্ধুত্বের নামে? পাকিস্তানকে নিয়ে কথা বলার মতো ভাষা নেই!”কেউ আবার লিখছেন, “এসব না দিয়ে একেবারে বিষ পাঠাতে পারতেন।” সবমিলিয়ে পাকিস্তানের মেয়াদ উত্তীর্ণ চাল ভর্তি প্যাকেটের ছবিতে একেবারে উত্তাল নেট দুনিয়া।”

Sri Lanka Floods Pakistan send expired rice

অবশ্যই পড়ুন: রাজ্যে SIR আতঙ্কে মৃত, আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে বন্যায় ভেসেছে শ্রীলঙ্কা। তাতে গতকাল অর্থাৎ সোমবার পর্যন্ত 390 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে একেবারে বিধ্বস্ত অবস্থা হয়েছে দ্বীপ রাষ্ট্রটির। এরই মাঝে শ্রীলঙ্কায় পাকিস্তানের হাইকমিশনার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ত্রাণ সামগ্রীর ছবি পোস্ট করে বন্ধুত্ব বন্ধুত্বপ্রীতি দেখাচ্ছে। আর তার মাঝেই মেয়াদ উত্তীর্ণ চাল নিয়ে একপ্রকার ফাঁপরে পড়ে গিয়েছে ইসলামাবাদ। তবে নেট দুনিয়ায় ব্যাপক ট্রোল হওয়ার পরই শ্রীলঙ্কায় পাক হাইকমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে উধাও সেই চাল ভর্তি বস্তার ছবি!

Leave a Comment