সব সন্তানকে পৈতৃক সম্পত্তির ভাগ দিতে হবে? জানুন উত্তরাধিকারের আসল নিয়ম

Ancestral Property

সৌভিক মুখার্জী, কলকাতা: বাড়ির জমি-জমা ভাগ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি নতুন কিছু নয়। বাবার মৃত্যুর পর কোন ছেলে-মেয়ে কতটা সম্পত্তি (Ancestral Property) পাবে এই প্রশ্ন অনেক সময় আদালত পর্যন্ত গড়ায়। তবে আসল নিয়ম কী বলছে? বাবার সম্পত্তি কি প্রত্যেক সন্তানের মধ্যেই সমান ভাগে ভাগ হবে? নাকি তিনি চাইলে এক সন্তানের নামেই সবকিছু লিখে দিতে পারবে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

পৈতৃক সম্পত্তির ভাগাধিকারের নিয়ম কী বলছে?

মনে করুন, আপনার পরিবারে চার পুরুষ ধরে কোনও সম্পত্তি ভাগ হয়নি। এই ধরনের সম্পত্তিকে মূলত পৈতৃক সম্পত্তি বলা হয়। আর এই সম্পত্তির ক্ষেত্রে রয়েছে কঠোর নিয়ম। কারণ, হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ অনুযায়ী ছেলে হোক কিংবা মেয়ে, সবাই জন্মসূত্রে সমান ভাগের অধিকারী। কারণ, ২০০৫ সালের সংশোধনের পর মেয়েরাও ছেলের মতোই পৈতৃক সম্পত্তির অংশীদার হন। অর্থাৎ, বাবা জীবিত থাকলেও তার ছেলে-মেয়েরা সমান অধিকার রাখে এই সম্পত্তিতে।

তবে বলে রাখি, বাবা যদি পৈতৃক সম্পত্তি শুধুমাত্র এক সন্তানের নামে লিখে দিতে চান, তাও তিনি করতে পারবেন না। অন্য সন্তানদের লিখিত সম্মতি ছাড়া তিনি এই সম্পত্তি বিক্রি কিংবা দান বা হস্তান্তর করতে পারবে না। এমনকি পৈতৃক সম্পত্তির নিয়ম এতটাই কঠোর যে বাবা সেই সম্পত্তি উইল করলেও আইনের নিয়মের ভাগ হবে। এমনকি সমস্ত সন্তানকেই সমান ভাগ দিতে হবে। আর যদি কোনও ছেলের মৃত্যু হয়, তখন সেই ছেলের অংশ স্বাভাবিকভাবেই তার সন্তানদের কাছে চলে যাবে।

স্ব-অর্জিত সম্পত্তির ক্ষেত্রে নিয়ম কী বলছে?

এবার ধরুন কোনও সম্পত্তি আপনার বাবা নিজে উপার্জন করেছেন। সে চাকরি হোক কিংবা ব্যবসার মাদ্যমে অথবা তিনি কারোর উইল বা গিফ্ট ডিডের মাধ্যমে সেই সম্পত্তি পেয়েছেন। এই সম্পত্তিকে মূলত বলা হয় স্ব-অর্জিত সম্পত্তি। এক্ষেত্রে নিয়ম পুরো উল্টো। বাবা চাইলে তার সব সন্তানকেই সেই সম্পত্তির ভাগ দিতে পারেন। তবে চাইলে একজনকেই সবটা লিখে দিতে পারেন, এমনকি ইচ্ছা না হলে কোনও সন্তানকেই তা না দিতে পারেন। সবথেকে বড় ব্যাপার, কোনও বাইরের মানুষকেও সেই সম্পত্তি দান করার নিয়ম রয়েছে।

আরও পড়ুনঃ গন্তব্য ছিল মক্কা থেকে মদিনা! সৌদি আরবে বাস দুর্ঘটনায় ঝলসে মৃত্যু ৪২ জন ভারতীয়র

আইনের সেকশন ৩০ অনুযায়ী, তিনি উল্লেখ করে সন্তানদের বঞ্চিত করতে পারেন। কিন্তু উইলে স্পষ্ট লেখা থাকতে হবে। এমনকি গিফ্ট ডিড, রেজিস্ট্রি, পার্টিশন ডিড যেভাবেই ইচ্ছা তার স্ব-অর্জিত সম্পত্তি তিনি বিলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সন্তানরা কোনওরকম দাবি করতে পারবে না। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, উইল না থাকলে শিশু-পুত্র, কন্যা, স্ত্রী, বা-মা সবাই সমান ভাগে ভাগ পাবে।

Leave a Comment