সময়ের আগে ঋণ মেটালে দিতে হবে না চার্জ, বড় সিদ্ধান্ত RBI-র

সহেলি মিত্র, কলকাতাঃ জুলাই মাসের শুরুতেই জনগণকে বিরাট স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। এবার লোন পরিশোধ করতে লাগবে না অতিরিক্ত টাকা! এখন প্রি-পেমেন্টের নামে জরিমানা থেকে মুক্তি মিলবে। অর্থাৎ সময়ের আগে লোন মিটিয়ে দিলে তার জন্য আর মোটা অঙ্কের জরিমানা করা হবে না। আরবিআই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে জানিয়েছে যে তারা ক্ষুদ্র উদ্যোগ এবং ব্যক্তিদের দেওয়া ঋণের প্রি-পেমেন্টের জন্য কোনও ফি নেবে না।

নতুন নিয়ম লাগু করল RBI

এই নিয়ম ১ জানুয়ারি, ২০২৬ এর পরে নেওয়া বা নবায়ন করা ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বুধবার এক সার্কুলারে আরবিআই জানিয়েছে, পর্যালোচনায় জানা গেছে যে এমএসইগুলিকে ঋণ তাড়াতাড়ি পরিশোধের জন্য বেশি ফি দিতে হবে। এর ফলে ঋণদাতা প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মধ্যে বিরোধ তৈরি হয়। কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ঋণ চুক্তিতে এমন নিয়ম তৈরি করেছে, যাতে ঋণগ্রহীতা কম সুদে বা আরও ভালো শর্তে ঋণ নিতে অন্য প্রতিষ্ঠানে যেতে না পারে।

যদিও আরবিআই-এর এই নির্দেশিকার কারণে সমস্ত ব্যাংক এবং নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি (এনবিএফসি) সহ নিয়ন্ত্রিত সত্তার জন্য বাধ্যতামূলক হবে। এর ফলে কোটি কোটি ঋণগ্রহীতা, বিশেষ করে গৃহঋণ এবং এমএসই ঋণগ্রহীতারা সরাসরি উপকৃত হবেন। এখন, যদি আপনি আপনার গৃহ ঋণ, ব্যবসায়িক ঋণ বা অন্যান্য ভাসমান সুদের হারের ঋণ আগে পরিশোধ করেন, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনও ধরণের প্রি-পেমেন্ট জরিমানা বা ফি নিতে পারবে না।

আরও পড়ুনঃ মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো শীর্ষ ১০ দেশ, কত নম্বরে ভারত?

রিজার্ভ ব্যাংক স্পষ্ট নির্দেশ দিয়েছে যে ঋণগ্রহীতা যদি নির্ধারিত তারিখের আগে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ করেন, তাহলে তার জন্য কোনও জরিমানা বা জরিমানা ফি দেবেন না। নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যক্তিদের পাশাপাশি বাণিজ্যিক উদ্দেশ্যে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের দ্বারা গৃহীত সমস্ত ভাসমান সুদের হারের ঋণের প্রি-পেমেন্টের জন্য কোনও প্রি- পেমেন্ট ফি নেওয়া উচিত নয় ।

কারা এই সুবিধা পাবে না?

ক্ষুদ্র অর্থ ব্যাংক
আঞ্চলিক গ্রামীণ ব্যাংক
স্থানীয় এলাকার ব্যাংক
টিয়ার-৪ নগর সমবায় ব্যাংক
এনবিএফসি–উচ্চ স্তর (এনবিএফসি-ইউএল)
সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান।

Leave a Comment