সরকারি কর্মীদের ৩% ডিএ বাড়াল রাজ্য সরকার

DA Increase

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী রবিবার রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি (DA Increase) করার ঘোষণা করলেন। যার ফলে কর্মীদের মূল বেতনের উপর ৫৮% হারে ডিএ কার্যকর হচ্ছে। অর্থাৎ, একেবারে কেন্দ্রের সমান ডিএ পাচ্ছে এই রাজ্যের কর্মচারীরা। আর এই ঘোষণার ফলে সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা যে খুশিতে আত্মহারা তা বলার অপেক্ষা রাখে না।

উপকৃত হবেন ৩.৯ লক্ষ কর্মী

প্রসঙ্গত এই ঘোষণা করা হয়েছে ছত্তিশগড় রাজ্য সরকারের তরফ থেকে। এদিন রায়পুরে আয়োজিত রাজ্যের কর্মচারী ইউনিয়নের এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্যই ডিএ বাড়ানো হচ্ছে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩.৯ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবে। বর্তমানে মূল্যবৃদ্ধির চাপে এই অতিরিক্ত ডিএ তাদের স্বস্তি দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে এই রাজ্য ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল। যার ফলে ৫৫ শতাংশ ডিএ দাঁড়িয়েছিল। আর এবার ৩ শতাংশ বাড়িয়ে ৫৮ শতাংশ করা হল, যা কেন্দ্রের সমান।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই বলেছেন, গত দু’বছরে রাজ্য সরকার কর্মীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বদলি নীতি থেকে শুরু করে পদোন্নতির নিয়ম, এমনকি সরকারি দফতরে কাজকর্মে স্বচ্ছতা আনার জন্য একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। এর পাশাপাশি কনভারসেন্স বিভাগ গঠনের মাধ্যমে নাগরিক এবং কর্মীকেন্দ্রিক প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। আর এবার এই ডিএ বৃদ্ধি তাদের মুখে আরও হাসি ফোটাবে।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে কল্যাণ ব্যানার্জিকে গ্রেফতার করল ED!

পেনশনভোগীদের জন্যও সুখবর

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেন কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুবিধা সময় মতো দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি বিধানসভায় ছত্তিশগড় পেনশন ফান্ড বিল পাস করিয়ে শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার আর নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ানো হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আর এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তির পাশাপাশি কর্মক্ষেত্রে আরও মনোযোগ বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Comment