সহজেই WhatsApp-এ ডাউনলোড করুন আধার কার্ড

Aadhaar Card

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা, সব জায়গায় এর প্রয়োজন হয়। তবে অনেক সময় বাড়ির বাইরে থাকাকালীন আধারের দরকার পড়লে সমস্যা পোহাতে হয়। অনেকে ফোনে ছবি রেখে দিলেও তা দিয়ে কাজ মেটে না। তবে দুশ্চিন্তার দিন শেষ। এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভাবছেন কীভাবে? জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

মাথায় রাখতে হবে একটি বিষয়

তবে হ্যাঁ, এই সুবিধা নিতে গেলে আগে থেকে DigiLocker-এ আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি তা না থাকে, তাহলে DigiLocker-এর ওয়েবসাইট কিংবা অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সাধারণত আধার ডাউনলোডের জন্য UIDAI-এর ওয়েবসাইট কিংবা mAadhaar অ্যাপ ব্যবহার করা হয়। অনেকে DigiLocker ব্যবহার করে। তবে হোয়াটসঅ্যাপ এখন তৃতীয় বিকল্প হিসেবে সামনে আসছে।

প্রথমে সেভ করে রাখুন এই নম্বর

হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে 9013151515 নম্বরটিকে সেভ করতে হবে। আর এটি MyGov Helpdesk-এর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে আপনি চ্যাট-বটের মাধ্যমে খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি DigiLocker বা mAadhaar অ্যাপ ফোনে ইন্সটল না থাকলেও অসুবিধা হবে না।

কীভাবে ডাউনলোড করবেন আধার কার্ড?

হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে উপরে দেওয়া নম্বরটিকে সেভ করে হোয়াটসঅ্যাপে ওপেন করুন।
  • এবার সেখানে “Hi” লিখে পাঠান।
  • এরপর চ্যাটবট থেকে একটি অটো রিপ্লাই আসবে। যেখানে বিভিন্ন রকম অপশন দেখা যাবে।
  • সেখান থেকে “DigiLocker Services” অপশনটিকে সিলেক্ট করুন।
  • এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি লিখে দিন।
  • এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি চ্যাট-বটে লিখে দিন।
  • ভেরিফিকেশন সম্পন্ন হলেই DigiLocker-এ থাকা আপনার সমস্ত ডকুমেন্ট দেখা যাবে।
  • এবার তালিকা থেকে আধার অপশনটিকে নির্বাচন করুন। কিছুক্ষণের মধ্যে আপনার আধার কার্ড হোয়াটসঅ্যাপে চলে আসবে।

আরও পড়ুনঃ টেরর ফান্ডিং মামলায় বন্দি, তিহার জেলে সাংসদ ইঞ্জিনিয়ার রশিদকে বেধড়ক পেটাল হিজড়ারা

ফলত এখন থেকে আর আধার কার্ডের ফটোকপি বা ছবি সঙ্গে রেখে ঘোরার কোনো ঝামেলা নেই। ফোনে একবার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করলেই সমস্ত প্রয়োজন হাতের মুঠোয়। তাই এখনই এই ধাপগুলি অবলম্বন করুন এবং সমস্যা থেকে মুক্তি পান।

Leave a Comment