সৌভিক মুখার্জী, কলকাতা: রেলের টিকিট কাটার জন্য আমরা প্রত্যেকেই UTS অ্যাপ (UTS Ticket Booking App) ব্যবহার করে থাকি। তবে বর্তমানে UTS অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ফোনের স্ক্রিনে একটি পপআপ ভেসে আসছে। আর সেখানে স্পষ্ট লেখা, “RailOne অ্যাপটি ডাউনলোড করুন।” কারণ, এখন থেকে মান্থলি পাস বা সিজন টিকিট আর UTS মোবাইল অ্যাপ দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, ভারতীয় রেল সংরক্ষিত টিকিট বুক করার সুবিধা তুলে নিয়েছে এই UTS অ্যাপ থেকে। এখন শুধুমাত্র অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
ভারতীয় রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, লোকাল ট্রেনের সিজন টিকিট বা মাসিক পাস এখন তাদের নতুন অ্যাপ্লিকেশন RailOne অ্যাপের মাধ্যমেই কাটতে হবে। আর RailOne হল একটি ইউনিফায়েড রেলওয়ে অ্যাপ, যা সমস্ত রেল পরিষেবা অ্যাপ্লিকেশনগুলিকে একটি একক প্ল্যাটফর্মের মধ্যে একীভূত করে রাখে। বর্তমানে এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়ে উপলব্ধ। এর মাধ্যমে মাসিক পাস বুকিং থেকে শুরু করে সংরক্ষিত বা অসংরক্ষিত টিকিট, খাবারের অর্ডার, টিকিট ক্যানসেল, পিএনআর স্ট্যাটাস চেকিং সহ সমস্ত সুবিধা রয়েছে।
আরও পড়ুন: সাপে-নেউলে সম্পর্কের মাঝেও পরমাণু ঠিকানা বিনিময় করল ভারত ও পাকিস্তান
কীভাবে RailOne অ্যাপ দিয়ে মাসিক পাস কাটবেন?
নতুন RailOne অ্যাপ দিয়ে মাসিক পাস বা মন্থলি টিকেট কাটার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে হোমপেজ খুলুন। সেখানে লগইন বা রেজিস্টার অপশন দেখা যাবে।
- আপনি যদি ইতিমধ্যেই UTS বা IRCTC অ্যাপে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে লগইন করতে একই নাম ও পাসওয়ার্ড ব্যবহার করুন।
- তবে নতুন ব্যবহারকারীরা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এমনকি আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে “Forgot Password” অপশনে ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন।
- তারপর সফলভাবে রেজিস্ট্রেশন হলে ব্যবহারকারীরা হোমপেজে “My Booking” এর আওতায় সিজন পাস বা টিকিট দেখতে পাবে।
- তারপর স্টেশনের বাইরে গিয়ে অসংরক্ষিত লোকাল ট্রেনের টিকিট বুক করতে কিংবা মাসিক পাস কিনতে হোমপেজে “Unreserved” অপশনটিতে ক্লিক করে ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।