সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের মুকুটে নয়া পালক। খুব শীঘ্রই যাত্রীদের জন্য আসছে সুখবর। বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) চাকা গড়াবে আগামী সেপ্টেম্বর মাসেই। হ্যাঁ, এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
🚨India’s First Vande Bharat sleeper train will be launched in September: Railway minister pic.twitter.com/UdPWMr0Xl1
— Indian Infra Report (@Indianinfoguide) August 4, 2025
ইতিমধ্যেই বন্দে ভারত চেয়ার কার কোচের সংস্করণ দেশ জুড়ে আলোচনার শিরোনামে। তবে এবার রাত্রে যাত্রার জন্য উপযুক্ত স্লিপার কোচ আসতে চলেছে। আর এটি হবে বন্দে ভারতের নতুন সংস্করণ, যা দূরপাল্লার ট্রেনের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে।
কী এই বন্দে ভারত স্লিপার?
উল্লেখ্য জানিয়ে রাখি, এই স্লিপার ট্রেনটি হবে বন্দে ভারত সেক্টরের নতুন সদস্য। তবে এটিই হবে প্রথম ট্রেন, যাতে স্লিপিং কোচ পাবে যাত্রীরা। এখনো পর্যন্ত দেশের সমস্ত বন্দে ভারত ট্রেনেই কেবলমাত্র চেয়ার কার কোচের ব্যবস্থা রয়েছে। আর এগুলি মূলত দিনে যাত্রার জন্য উপযোগী। তবে নতুন বন্দে ভারত স্লিপার চালু হলে তা রাজধানী এক্সপ্রেসের রুটেই চলবে। ফলে রাতে যাত্রা করতে আর কোনোরকম অসুবিধা হবে না।
বুলেট ট্রেনের দিকেও এগোচ্ছে ভারত
এদিন রেলমন্ত্রী আরো জানিয়েছেন, খুব শীঘ্রই দেশের প্রথম বুলেট ট্রেন ট্র্যাকে নামবে। মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত এই বুলেট ট্রেন মাত্র 2 ঘন্টা 7 মিনিটে যাত্রীদেরকে পৌঁছে দেবে। হ্যাঁ, গোটা 508 কিলোমিটার পথ মাত্র 2 ঘন্টায় পৌঁছে দেবে এই সুপার স্পিড ট্রেন। আর দ্রুতগতির এই ট্রেন পরিষেবা হবে ভারতের সবথেকে বড় মাইলস্টোন।
উল্লেখ্য, ভবনগর সফরে রেলমন্ত্রী ডিজিটাল ফ্লাগ অফ করে একাধিক নতুন ট্রেনের উদ্বোধন করেন। আর সেগুলি হল—অযোধ্যা এক্সপ্রেস, রেওয়া-পুণে এক্সপ্রেস, জবলপুর-রায়পুর এক্সপ্রেস। রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন ভাবে আটটি অমৃত ভারত ট্রেন চালু করা হচ্ছে। আর এই ট্রেনগুলিতে বন্দে ভারতের মতো আধুনিক সুবিধা থাকলেও ভাড়া অনেকটাই কম।
আরও পড়ুনঃ টিকিটের বদলে চিঠি ধরিয়ে দিলেন যাত্রী, পড়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন TTE
প্রসঙ্গত রেলমন্ত্রী বলেছেন, মোদি সরকারের আমলে ভারতীয় রেলে আমূল পরিবর্তন ঘটবে। প্রতিদিন 12 কিলোমিটারের বেশি নতুন রেলপথ তৈরি করা হচ্ছে। পাশাপাশি 34 হাজার কিলোমিটারের বেশি ট্র্যাক ইতিমধ্যেই বসানো সম্পন্ন হয়েছে এবং 13 হাজারের বেশি স্টেশন ডেভেলপমেন্ট চলছে। আর রেল পরিষেবায় বন্দে ভারত, নমো ভারত, অমৃত ভারতের মতো সব আধুনিক ট্রেন যুক্ত হচ্ছে।