বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় পড়েছে ভারতীয় ফুটবল! তার ওপর আবার দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে (ISL 2025-26) দোটানায় ক্লাবগুলি। কারণটা অবশ্য একেবারে কাঁচের মতো স্বচ্ছ। চলতি বছরের ডিসেম্বর এলেই ফেডারেশনের সাথে ইন্ডিয়ান সুপার লিগের চলমান চুক্তি শেষ হবে FSDL-র। তাহলে নতুন চুক্তি কবে? বর্তমানে তা নিয়েই বড়সড় বিপাকে ভারতীয় ফুটবল।
আসলে ফেডারেশনের সাথে আর্থিক চুক্তি নিয়ে মতের মিল না হওয়ায় আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষাতেই প্রহর গুনছে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে, চলতি সপ্তাতেই খসড়া চুক্তি পাঠানো হবে টিম ম্যানেজমেন্টের কাছে। জানা যাচ্ছে, সেখানেই শেয়ার বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
সূত্রের খবর, 60 শতাংশ শেয়ার থাকার কথা ক্লাব বা ফ্রাঞ্চাইজিগুলির। একইভাবে 26 শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে FSDL-র হাতে। পড়ে থাকা 14 শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ফেডারেশনকে।। আর এসবের মাঝেই এবার ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটার কোনও ইঙ্গিত আপতত নেই। তাহলে কি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গড়াবে না ISL?
সেপ্টেম্বরে আদৌ গড়াবে ISL?
বিশেষজ্ঞদের দাবি, ইন্ডিয়ান সুপার লিগের নতুন চুক্তি কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। FSDL-র প্রস্তাবে ফেডারেশন রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আসন্ন সেপ্টেম্বরে আদৌ ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে নানা মহলে। আর সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার ও বিশেষজ্ঞ বলছেন, ফেডারেশনের সবুজ সংকেত ছাড়া কিছুই সম্ভব নয়। এদিকে FSDL ক্লাবগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে কথাবার্তা পাকা না হলে বল গড়াবে না ISL-এ।
তাছাড়াও সুপ্রিম কোর্টের নতুন রায়ের ওপর নির্ভর করে পুনরায় চুক্তি যথেষ্ট সময় সাপেক্ষ। এদিকে আগামী 14 সেপ্টেম্বর থেকে ISL শুরু হওয়ার কথা। তবে বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে যা পরিস্থিতি তাতে ওই সময়ের মধ্যে কোনও ভাবেই ISL আয়োজন করা সম্ভব হবে না। আর এমন সংশয় নিয়েই এবার থমকে গিয়েছে দলবদল। সেই সাথেই প্রি সিজন অনুশীলনের যাবতীয় পরিকল্পনাও এখন দোলাচলে।
অবশ্যই পড়ুন: বাতাসে জুড়বে ২৩০ মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন! ভারতে চালু হচ্ছে বিশেষ বাস পরিষেবা
ফেডারেশন সভাপতিকে নিয়েই সব যন্ত্রণা!
ভারতীয় ফুটবল কার্যত লাটে উঠেছে। এদিকে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ক্লাব ফুটবল দেখতে বিদেশে। এমতাবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে যেখানে সমস্যা বাড়ছে, ভারতীয় ফুটবলের অবস্থা যেখানে একেবারে দুর্বিষহ! সেই পরিস্থিতিতে ফেডারেশন সভাপতি হয়ে কীভাবে তিনি বিদেশে ঘুরছেন?
শুধু এই এক প্রশ্নেই থেমে নেই ফেডারেশন সভাপতির বিরুদ্ধাচরণ। জানা যাচ্ছে, ভারতের বহু নামজাদা ফুটবলার নাকি ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁদের একাংশের দাবি কল্যানকে ক্ষমতা থেকে সরালে তবেই ভারতীয় ফুটবলের কল্যাণ হবে। এমনকি কলকাতায় এসে কার্যত, একই সুরে কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় তারকা বাইচুং ভুটিয়া।
ওদিকে আবার ফেডারেশনের নানান আইনি জটিলতার লড়াই লড়তে নিয়মিত মোটা অঙ্ক দিতে হচ্ছে আইনজীবীকে। কাজেই, সব মিলিয়ে ভারতীয় ফুটবল আপাতত আই সি ইউ তে বলা যায়। আর তারই মাঝে ইন্ডিয়ান সুপার লিগের মতো বড় টুর্নামেন্ট নিয়ে এখন সুপ্রিমকোর্টের নির্দেশের ওপর ভরসা করা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প পথ খোলা নেই ফেডারেশন বা FSDL কারোরই।