বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিমানবন্দরে এক ভক্তের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল ভারতীয় দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিমানবন্দরের চেক ইন লাইনে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় তারকা। তাঁর পাশেই লাইনে ছিলেন এক ভক্তও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Jasprit Bumrah Viral Video) দেখা যায়, আচমকা ওই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নিলেন টিম ইন্ডিয়া তারকা পেসার। আর তাতেই এক প্রকার তোলপাড় হয়ে যাচ্ছে নেট মহল।
ঠিক কী ঘটেছিল?
সদ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের চেক ইন লাইনে দাঁড়িয়ে রয়েছেন বুমরাহ। তাঁর আগেই লাইনে রয়েছেন এক ফ্যান। ফোনের সেলফি ক্যামেরা অন করে নিজের এবং ভারতীয় তারকার ভিডিও করছিলেন তিনি। ভিডিওটিতে ওই যুবককে বুমরাহর উদ্বদেশ্যেলতে শোনা যায়, “আমি আপনার সাথেই যাবো স্যার।” প্রত্যুত্তরে ভারতীয় ক্রিকেটার জানান, “তোমার ফোন পড়ে গেলে আমাকে বলতে আসবে না।” “এরপরই ওই যুবক বলেন, “না না কোনও ব্যাপার না…”
ভিডিওটির একেবারে শেষ প্রান্তে দেখা যায়, হঠাৎ করেই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নিলেন ভারতীয় বোলিং বিভাগের মূল মাথা বুমরাহ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভক্তের হাত থেকে ফোনটি নিয়ে পরবর্তীতে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার! আর এমন তথ্য প্রকাশে আসতেই একপ্রকার হইহই পড়ে গিয়েছে নেট পাড়ায়।
নেট নাগরিকদের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে এক ভক্তের সাথে বুমরাহর এমন আচরণ একেবারেই মেনে নিচ্ছেন না নেট নাগরিকদের একাংশ। তাঁদের অনেকেরই দাবি, “বুমরাহ তাঁর ফোন কেড়ে নিয়ে একদমই ঠিক কাজ করেননি। বুঝিয়ে বলতে পারতেন…” কেউ বলছেন, “আমরাই তো আপনাদের স্টার বানাই। বিনিময়ে এমন ব্যবহার পাব আশা করিনি…” যদিও নেট দুনিয়ার কেউ কেউ আবার এও লিখছেন, “ভারতীয় ক্রিকেটারের অনুমতি ছাড়াই ভিডিও করছিল ওই যুবক। তাঁকে ভিডিও না করারও ওয়ার্নিং দিয়েছিলেন বুমরাহ। তাও শোনেননি.. যা হয়েছে ঠিক হয়েছে…” সবমিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে চারিদিক থেকে ভেসে আসছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া।
What an arrogant behavior by Jasprit Bumrah. First he threatened his fan that he would throw his phone, and later he snatched the fan’s phone. pic.twitter.com/O2e4jSLw7s
— 𝐆𝐨𝐚𝐭𝐥𝐢𝐟𝐢𝐞𝐝
(@Goatlified) December 17, 2025
অবশ্যই পড়ুন: কপাল পুড়ল KKR-র? পুরো IPL 2026 এ খেলতে পারবেন না মুস্তাফিজুর!
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই 17 রান দিয়ে দুই উইকেট তুলেছিলেন জসপ্রীত। তবে দ্বিতীয় ম্যাচে খাতায় একটিও সংখ্যা যোগ করতে পারেননি তিনি। এরপরই তৃতীয় টি-টোয়েন্টির আগেই কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়িতে চলে যান ভারতীয় ক্রিকেটার। খোঁজ নিয়ে জানা গেল, কিছু পারিবারিক কারণের জন্যই তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। এদিকে গতকাল ঘন কুয়াশার কারণে ভেস্তে গিয়েছে চতুর্থ ম্যাচ। এখন অপেক্ষা শেষ অর্থাৎ পঞ্চম টি-টোয়েন্টির। যা আগামীকাল অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
(@Goatlified)