স্পোর্টি লুক, দাম মধ্যবিত্তর বাজেটের মধ্যে! Pulsar-র ধামাকাদার মডেল লঞ্চ করার পথে Bajaj

Bajaj Pulsar New Variants

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের জনপ্রিয় মোটর বাইক ব্র্যান্ড বাজাজ পালসার (Bajaj Pulsar New Variants) আবারও বড়সড় চমক দিতে চলেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই পালসারের নতুন ভেরিয়েন্ট বাজারে আসতে চলেছে। বাজাজ অটো ইতিমধ্যেই বাইক প্রেমীদের উত্তেজনা পাঁচগুণ বাড়িয়ে দিয়ে অফিসিয়াল ঘোষণা করেছে। এই প্রতিবেদনটি বিশেষ করে সেই সমস্ত নতুন রাইডারদের জন্য যারা প্রথমবার মোটরসাইকেল হিসেবে শক্তিশালী ও স্টাইলিশ কোনও ভেরিয়েন্ট খুঁজছেন।

নতুন পালসার নিয়ে এখন আলোচনা তুঙ্গে

আসলে আসন্ন অর্থবর্ষের জন্য বাজাজ অটো জানিয়েছে, 125cc এর উপরে মোটরসাইকেল সেগমেন্টের চাহিদা যেহেতু বাড়ছে, তাই সেদিকে সেই দিকটা মাথায় রেখেই আনা হবে নতুন মডেল। উল্লেখ্য। গত উৎসবের মরসুমে 150cc এর উপর পালসার মডেলগুলোর বিক্রি নজরকাড়া ছিল। আর এই পরিস্থিতিতে পালসার লাইনের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে এবং যুব সমাজের পছন্দের কথা মাথায় রেখেই কোম্পানি নতুন মডেল আনার পথে।

কী মডেল আসতে পারে?

বাজাজ এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে মডেলের নাম প্রকাশ করেনি। তবে নতুন মডেলগুলি হয়তো আরও স্পোর্টি ডিজাইনের হতে পারে, আর ইঞ্জিন 125cc থেকে 250cc রেঞ্জের মধ্যে থাকবে। এর পাশাপাশি পালসার নতুন মডেলগুলিতে আরও উন্নত ফিচার ও উন্নত টেকনোলজি যুক্ত করবে বলে আশা করা যাচ্ছে। এমনকি বাজারের প্রতিযোগিতা টিকিয়ে রাখতে দামও বাজেটের মধ্যে আনা হবে।

তবে হ্যাঁ, সম্প্রতি জিএসটি পরিবর্তন মোটরসাইকেলের দামে বিরাট প্রভাব ফেলেছে। 350cc এর নীচের সেগমেন্টের বাইকের জিএসটি অনেকটাই কমেছে। তবে 350cc এর উপরের বাইকে জিএসটি বেড়ে আবার 40%-এ পৌঁছেছে। এমতাবস্থায় KTM 390, Triumph 400 এবং Bajaj Dominar বাইকগুলির দাম বাড়ার কথা ছিল। কিন্তু বাজাজ গ্রাহকদের ঝামেলায় ফেলতে চায়নি। তাই নিজেদের মুনাফা থেকে তারা খরচ চালাচ্ছে। দামে সেরকম কোনও তফাৎ পড়েনি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সোনায় সোহাগা, দাম কমল রুপো ও হলুদ ধাতুর! আজকের রেট

এদিকে বাজাজ জানিয়েছে, তারা KTM ও Triumph এর সঙ্গে যৌথভাবে কিছু মডেলকে এমনভাবে তৈরি করতে চাইছে, যাতে সেগুলো 350cc এর নীচেই পড়ে এবং সাধারণ মানুষ জিএসটির সুবিধা নিতে পারে। এতে ভবিষ্যতে প্রিমিয়াম বাইকগুলির দাম আরও কমতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন শুধু আগামী কয়েক মাসের অপেক্ষা।

Leave a Comment