সৌভিক মুখার্জী, কলকাতা: অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার আইফোন থেকে শুরু করে যে কোনও স্মার্টফোন, টিভি বা নামিদামি ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলিতে মিলছে বিরাট ছাড়। কেনাকাটার ক্ষেত্রে এখন অনলাইন শপিংকেই প্রাধান্য দেয় সবাই। আর প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে ই-কমার্স সংস্থাগুলি। সেই সূত্রে এবারও ফ্লিপকার্টে শুরু হচ্ছে ‘রিপাবলিক ডে সেল’ (Flipkart Republic Day Sale), যেখানে অর্ধেক দামে মিলবে সব জিনিস।
কবে থেকে চলবে এই সেল?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে এই ‘রিপাবলিক ডে সেল’, যা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে হ্যাঁ, যারা ফ্লিপকার্টের প্লাস মেম্বার, তারা ২৪ ঘণ্টা আগে থেকে এই অফার লুফে নিতে পারবে। অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই তারা কেনাকাটা শুরু করতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে ব্যাঙ্ক অফারেও মিলবে অতিরিক্ত ছাড়। জানা গিয়েছে, ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: গরম খবর, অনেকটাই কমল সোনার দাম, রুপো নিয়েও সুসংবাদ! আজকের রেট
এদিকে ছাড়ের পাশাপাশি জিনিসগুলি ইএমআই দিয়েও কেনা যাবে। আর আপনি পুরনো ফোন বা গেজেটগুলি ভালো দামে বিক্রি করতে পারবেন এই রিপাবলিক ডে সেলে। এমনকি এক্সচেঞ্জ বোনাসও পেটে পারেন। বিশেষ করে এই সেলে স্মার্টফোনের পাশাপাশি খাদ্য সামগ্রী, জুতো, ব্যাগ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, গিজার, ফ্যাশন, পোশাক, আসবাবপত্রের উপরে যে ধামাকাদার ছাড় দেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না।
কোন কোন স্মার্টফোনে মিলবে ছাড়?
একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার Poco M8 5G Redmi Note 15, Oppo Reno 15 সিরিজের নতুন লঞ্চ হওয়া ডিভাইসগুলোতে মোটা অংকের ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি Poco, Vivo, Realme, Pixel এর মতো ব্র্যান্ডগুলোতে পাওয়া যেতে পারে বিশাল ছাড়। আর Samsung, Oppo এর ফোনগুলোতে তো ছাড় মিলবেই। সবথেকে বড় ব্যাপার, এই অফারে আইফোন একেবারে জলের দরে বিকোবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তান সহ একাধিক দেশে টাকা বিলানো চিন নিজে কতটা ঋণে?
উল্লেখ্য, ফ্লিপকার্ট ব্ল্যাক মেম্বারশিপ বা প্লাস মেম্বারশিপ কিনে আপনি এই সেলগুলি আরও ভালো ডিলে পেতে পারেন। তাছাড়া স্টক শেষ হওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর আইফোনের একটি সাধারণ সমস্যা হল প্রথমে ভালো অফার পাওয়া যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই অফারগুলি বা ফোনের স্টক শেষ হয়ে যায়। তাই যদি ভালো অফার পেতে চান, তাহলে ব্ল্যাক বা প্লাস মেম্বারশিপ এখনই কিনে নিন এবং সময় থাকতে অফার লুফে নিন।