সহেলি মিত্র, কলকাতা: জানুয়ারি মাসটা রেলযাত্রীদের জন্য একের পর এক উপহার অপেক্ষা করছে। কারণ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সস্তায় এবং সেমি প্রিমিয়াম ট্রেনের ঘোষণা করছে ভারতীয় রেল। উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্র যাওয়া হাওড়া বা শিয়ালদা থেকে আরও সহজ করেছে রেল। তবে এবার হাওড়া থেকে দিল্লিগামী নতুন ট্রেনের ঘোষণা করল রেল। এবার আরও সস্তায় আপনি দেশের রাজধানীতে চলে যেতে পারবেন। আর সেইজন্য হাওড়া-দিল্লিগামী অমৃত ভারত এক্সপ্রেস (Howrah-Delhi Amrit Bharat Express) চলতে পারে বলে খবর।
এবার হাওড়া দিল্লী রুটে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস
রেল সূত্রে খবর, হাওড়া এবং দিল্লির আনন্দ বিহার টার্মিনালের মধ্যে একটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করতে চলেছে রেল। এই নতুন প্রজন্মের ট্রেনটি দেশের অন্যতম ব্যস্ততম রেল রুটে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে। কিছু রেল কর্মকর্তাদের মতে, এই আধুনিক ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেসের মতো ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। সবথেকে বড় কথা, আসন্ন ট্রেনটি বিশেষভাবে নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের শ্রেণীর যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং উচ্চমানের পরিষেবা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেনের শুভ সূচনা হতে পারে।
আরও পড়ুনঃ কর্মী, পেনশনভোগীদের জন্য সুখবর! ৬০% প্রায় নিশ্চিত, জানুয়ারি থেকে কতটা বাড়তে পারে DA?
হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেসের রুট
ট্রেন নম্বর ১৩০৬৫ হাওড়া-দিল্লি অমৃত ভারত পরিষেবাটি ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, লখনউ হয়ে চলবে। এদিকে, ট্রেন নন্বর ১৩০৬৬ দিল্লি-হাওড়া অমৃত ভারত ট্রেন হিসেবে চলবে। এক রিপোর্ট অনুসারে, হাওড়া থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাতায়াতকারী হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক পরিষেবা হিসেবে চলবে। হাওড়া থেকে ১৩০৬৫ নম্বর ট্রেনটি বৃহস্পতিবার ছেড়ে যাবে। ফিরতি যাত্রায়, ট্রেনটি শনিবার ছেড়ে যাবে।ট্রেনটিতে ২০টি কোচ থাকতে পারে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ, শীতের মাঝেই বৃষ্টি? আজকের আবহাওয়া
ভাড়া কত হবে?
ট্রেন নম্বর ১৩০৬৫ – হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার রাট ২৩:১০ নাগাদ ছেড়ে যাবে। এরপর সেটি আনন্দ বিহার টার্মিনালে ঢুকবে ভোর রাত ০২:৫০ মিনিটে। অপরদিকে ট্রেন নং ১৩০৬৬ – আনন্দ বিহার টার্মিনাল–হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল থেকে শনিবার ভোর ০৫:১৫ নাগাদ ছাড়বে এবং হাওড়া ঢুকবে পরের দিন রবিবার সকাল ১০:৫০ নাগাদ। এই ট্রেনের ভাড়া নিয়ে এখনও তেমন কিছু জানা না গেলেও, শোনা যাচ্ছে যে, অন্যান্য প্রিমিয়াম ট্রেনের তুলনায় হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া অনেকটাই কম হবে।