হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো

South Eastern Railway zone Coach Depot

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বিভিন্ন রেল ডিভিশনে যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway zone) ডিভিশনে। একদিকে যখন যাত্রীদের চাপ সামাল দিতে নিত্য নতুন ট্রেন আনা হচ্ছে, তখন এই ট্রেনগুলিকে ‘গ্যারেজ’ করার জায়গার অভাব হয়ে পড়ছে। যে কারণে এবার বিশেষ সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। আগামী দিনে যাতে যাত্রীদের চাহিদা মেটানো যায় আবার সঙ্গে ট্রেনের ধারণ ক্ষমতা করার মতো জায়গারও অভাব না হয় সেজন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন বিশদে জেনে নেবেন ঝটপট।

নয়া কোচ ডিপো গড়ছে দক্ষিণ-পূর্ব রেল

রেল সূত্রে খবর, হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছিতে বাড়তি ট্রেন ধারণের ক্ষমতা প্রায় নেই। জায়গার অভাবে ভুগছে এই টার্মিনাল স্টেশনগুলি। এহেন পরিস্থিতিতে এবার বিকল্প জায়গা খুঁজছে রেল। বিকল্প হিসেবে সাঁকরাইলে নয়া টার্মিনাল তথা কোচ ডিপো তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ-পূর্ব রেল। অবস্থানগত দিক দিয়ে রেল ও সড়কপথের সঙ্গে প্রস্তাবিত এই কোচ ডিপো দারুণভাবে সংযুক্ত হবে।

আরও পড়ুনঃ নবান্নে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রস্তাব, বছর শেষে কলকাতা পুরসভা কর্মীদের জন্য বড় সুখবর

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ১৫ কিলোমিটার ও সাঁতরাগাছি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে তৈরি হবে নতুন এই কোচ ডিপো। ১৬ নম্বর জাতীয় সড়ক ছুঁতে অতিক্রম করতে হবে মাত্র আড়াই কিলোমিটার পথ। হাওড়া-খড়্গপুর সেকশনে রেল যাত্রীদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের অত্যাধুনিক এই টার্মিনাল বিশেষ সহায়ক হবে বলে আশাবাদী রেল।

একাধিক ট্রেন বাতিল

এদিকে আজ সোমবার থেকে আগামী বেশ কয়েকদিন বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল। এর জেরে বাংলার বহু যাত্রীর ব্যাপক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। মূলত সংস্কারের কাজ হবে, সেই কারণে সোমবার থেকে সাতদিন আদ্রা ডিভিশনে বাতিল ১০টি ট্রেন। এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীন আদ্রা ডিভিশনে। রোলিং ব্লক প্রোগ্রাম বা RBP-এর জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, মোট ৫ জোড়া (১০টি) ট্রেন বাতিল করা হয়েছে বলে রবিবার জানানো হয়েছে আদ্রা ডিভিশনের তরফে।

আরও পড়ুনঃ পরাজয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু সৌরভ গাঙ্গুলির

  • ২৯, ৩০ ডিসেম্বর: ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার
  • ৪ জানুয়ারি: ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বাড়ি ব্রাহ্মণ–আদ্রা মেমু প্যাসেঞ্জার
  • ৩০ ডিসেম্বর, ৩ জানুয়ারি ও ৪ জানুয়ারি: ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু প্যাসেঞ্জার
  • ২৯ ডিসেম্বর, ২ জানুয়ারি ও ৪ জানুয়ারি: ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার
  • ১ জানুয়ারি: ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি সিটি–চন্দ্রপুরা–ভোজুডি মেমু প্যাসেঞ্জার।

Leave a Comment