হাতে সময় মাত্র দু’দিন, ঘরে বসে সহজেই এভাবে করুন প্যান-আধার লিঙ্ক

Pan Aadhaar Link

সহেলি মিত্র, কলকাতাঃ হাতে আর মাত্র দু’দিন, এখনো অবধি প্যান-আধার লিঙ্ক (Pan Aadhaar Link) করেননি? যদি না করিয়ে থাকেন তাহলে আজ-কালের মধ্যে করিয়ে ফেলুন। যদি না করেন তাহলে নতুন বছর থেকে সমস্যার শেষ থাকবে না কিন্তু। প্যান-আধার লিঙ্ক করানোর ডেডলাইন হল ৩১ ডিসেম্বর, ২০২৫। অর্থাৎ বুঝতেই পারছেন হাতে বেশি সময় নেই।

৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্ক করুন

সরকার জানিয়েছে, যাদের আধার কার্ড ১ অক্টোবর, ২০২৪ বা তার আগে তৈরি করা হয়েছে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে এটি তাদের প্যানের সাথে লিঙ্ক করতে হবে। এটি না করলে নতুন বছর থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি দুটি লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, যার ফলে অন্যান্য সমস্যা এবং জরিমানা অবধি হতে পারে।

প্যান আধার লিঙ্ক না করলে কী হবে?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে প্যান-আধার লিঙ্ক না করলে কী হবে? এটি যদি না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যদি আপনার প্যানটি অকার্যকর হয়ে যায়, তাহলে আপনি আপনার আয়কর রিটার্ন (ITR) দাখিল করতে পারবেন না বা কোনও আটকে থাকা রিফান্ড পাবেন না। এমনিতে আয়কর দাখিলকারীদের রিফান্ড আটকে রয়েছে। ফলে আপনি যদি এখনই প্যান-আধার লিঙ্ক না করেন তাহলে আপনার সেই টাকা পাওয়ার স্বপ্ন দেখাও ছেড়ে দিতে হবে বৈকি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড লেনদেনের ক্ষেত্রেও আপনার সমস্যার সম্মুখীন হতে পারে।

আরও পড়ুনঃ আজিমগঞ্জ থেকে দীঘা অবধি চলুক বন্দে ভারত, রেলের কাছে গেল প্রস্তাব

যেসব করদাতা এখনও তাদের আধারকে তাদের স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN Card)-এর সাথে লিঙ্ক করেননি, তাদের কাছে এটি করার জন্য খুব কম সময় বাকি আছে। যে সকল করদাতারা এখনও এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি তাদের লিঙ্ক করার আগে ১,০০০ লেট ফি হিসেবে দিতে হবে। তবে, যারা প্যানধারীরা ১ অক্টোবর, ২০২৪ সালের পরে তাদের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে তাদের কার্ড পেয়েছেন, তারা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোনও ফি ছাড়াই তাদের প্যান আধারের সাথে লিঙ্ক করতে পারবেন।

আরও পড়ুনঃ সমস্যার সমাধান হবে নিমিষে, পাসপোর্ট অফিসের মতো পরিষেবা শুরু করল EPFO

প্যান-আধার লিঙ্ক করবেন কীভাবে?

ধাপ ১: আয়কর ই-ফাইলিং পোর্টালে যান https://www.incometax.gov.in/iec/foportal/
ধাপ ২: ‘Quick Link’-এর অধীনে ‘Link Aadhaar’-এ ক্লিক করুন।
ধাপ ৩: আপনার প্যান, আধার নম্বর এবং নাম ঠিক যেমন আধারে দেখানো হয়েছে তেমনভাবে লিখুন; “Validate”-এ ক্লিক করুন।
ধাপ ৪: আপনার আধার-নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে সেটি লিখুন।
ধাপ ৫: যদি আপনি পূর্ববর্তী সময়সীমার পরে লিঙ্ক করেন, তাহলে আপনাকে ই-পে ট্যাক্সের মাধ্যমে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
ধাপ ৬: পেমেন্টের পরে ফর্মটি জমা দিন।

Leave a Comment