হামলা চালালে আমেরিকা ছাড়াও ইরানের নিশানায় থাকবে এই দেশগুলি, জানিয়ে দিল খামেনি সরকার

Iran on America

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে এবার যুদ্ধের আগুন। ইরানে সামরিক অভিযান চালাতে পারে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এই জল্পনা জোরালো হতেই এবার বিরাট হুঁশিয়ারি দিল তেহরান (Iran on America)। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তার ফল ইজরায়েলকে ভুগতে হবে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নিশানায় থাকবে বলে জানিয়েছে আয়াতুল্লাহ খামেনি প্রশাসন।

ইরানের সংসদে স্পষ্ট হুঁশিয়ারি

রবিবার ইরানের পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কালিবাফ বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ কোনওরকম ভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি সংসদ সদস্যদের সতর্ক করে বলেছেন, যদি আমেরিকা সামরিক পথে এগোয়, তাহলে ইরানও কোনওভাবে চুপ করে বসে থাকবে না। প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ওয়াশিংটন তাদের দেশের ভিতর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। আর সম্প্রতি মার্কিন প্রশাসনের একাধিক মন্তব্য সেই আগুনে আরও ঘি ঢেলেছে।

ট্রাম্পের মন্তব্য ঘিরাই জল্পনা

প্রসঙ্গত, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে চলা দেশজুড়ে বিক্ষোভকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন যে, ইরানের মানুষ স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে। আর আমেরিকার প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে প্রস্তুত। তাঁর এই বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, ইরান কি তাহলে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে?

যদিও মার্কিন সংবাদমাধ্যমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, সরকারি সূত্র অনুযায়ী ইতিমধ্যে ইরানের সম্ভাব্য হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করে ফেলেছে মার্কিন সেনাবাহিনী। আর কোন কোন সামরিক ঘাঁটিতে আঘাত করা হতে পারে, সেগুলিকেও চিহ্নিত করা হয়েছে। রিপোর্ট মোতাবেক, প্রথম পর্যায়ে আকাশপথে বড়সড় হামলার পরিকল্পনা করছে আমেরিকা এবং ইরানের সেনা স্থাপনগুলিকে মূলত লক্ষ্য করা হতে পারে। আর এহেন জরুরী পরিস্থিতিতে দ্রুত অভিযান চালানোর রূপরেখা নিয়েও হোয়াইট হাউসে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ৪৩ বছরে নিভল বাতি, প্রয়াত ইন্ডিয়ান আইডল খ্যাত প্রশান্ত তামাং, ছিলেন কলকাতা পুলিশেও

তবে এই সমস্ত তথ্য প্রকাশ্যে আসতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের এই অবস্থানের জেরে ইজরায়েলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি শনিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ইরানের হুমকিকে হালকা ভাবেও দেখছে না তারা।

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি দিনের পর দিন জটিল হচ্ছে। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে একের পরের বিক্ষোভ, মিছিল চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিবাদ থেকে শুরু করে ধর্মীয় আন্দোলন গণবিক্ষোভে রূপ নিয়েছে। এমনকি খামেনির বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত মানুষ। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের প্রশাসন কড়া অবস্থানে নিয়েছে। এমনকি বিভিন্ন সূত্র মারফৎ খবর, এখনও পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে, আর আন্দোলন দমন করতে দু’দিন ধরেই ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখন দেখার পরিস্থিতি কোনদিকে গড়ায়।

Leave a Comment