“হিন্দু বলেই বাদ পড়লাম!” বালিগঞ্জ আসন হারাতেই ক্ষোভ উগরে দিলেন নিশা চট্টোপাধ্যায়

Humayun Kabir Nisha Chatterjee controversy after Kabir step

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত মুখ নিশা চট্টোপাধ্যায়। প্রায়শই নেট মাধ্যমের স্রোতে গা ভাসায় তাঁর একাধিক রিল ভিডিও। তাতে অবশ্য আপত্তি রয়েছে অনেকের। তবে নিশা এবার জানালেন, রিল বানানোর কারণে নয় বরং হিন্দু হওয়ার কারণেই প্রার্থী তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে (Humayun Kabir Nisha Chatterjee)। মূলত এমন অভিযোগ তুলেই সরাসরি তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিকে নিশানা করেছেন তিনি। এমনকি সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও দাবি করলেন নিশা।

দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নিশা

দীর্ঘদিন তৃণমূল দলে থেকে দলীয় নেতা-মন্ত্রীদের সাথে বনিবনা হচ্ছিল না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। পরবর্তীতে দল তাঁকে বহিষ্কার করলে নিজে আলাদা ভাবে দল গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে 100 বা তারও বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন হুমায়ুন।

22 ডিসেম্বর, সোমবার পুরনো বক্তব্যকে ধরে রেখেই নতুন দল ঘোষণা করেন তিনি। সেই সাথেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 10টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা। সেই তালিকাতেই বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ছিল নিশা চট্টোপাধ্যায়ের। তবে অবাক করা বিষয় 23 তারিখ পড়তেই হুমায়ুন কবীর একেবারে সাফ জানিয়ে দেন, তাঁর দলের হয়ে ভোটের লড়বেন না নিশা চট্টোপাধ্যায়। কারণ হিসেবে দেখানো হয়, নিশার বানানো একাধিক রিল ভিডিও। শুধু তাই নয়, হুমায়ুন কবীর খোলাখুলি জানিয়েছেন, 7 দিনের মধ্যে বালিগঞ্জ আসনে একজন মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করা হবে!

অবশ্যই পড়ুন: পারেনি বিশ্বের কেউই, ১ ওভারে ৫ উইকেট তুলে আন্তর্জাতিক T20-তে ইতিহাস বোলারের

এদিকে দলের এমন বক্তব্যের পরই মঙ্গলবার একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন বালিগঞ্জের প্রার্থীর তকমা পেয়েও তা হারিয়ে ফেলা নিশা চট্টোপাধ্যায়। তিনি একেবারে খোলসা করে জানালেন, “চারিদিকে আমার রিল ভিডিও নিয়ে কথা হচ্ছে। হুমায়ুন চাচা আমাকে প্রার্থী হতে বলেছিল বলেই আমি হয়েছি। এদিকে এখন দেখছি আমার নাম তুলে নেওয়া হয়েছে।” নিশার বক্তব্য, তিনি হিন্দু বলেই প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়লো তাঁর। নিশার প্রশ্ন, সেকুলার পার্টি হলে এমনটা ঘটতো কি?

1 thought on ““হিন্দু বলেই বাদ পড়লাম!” বালিগঞ্জ আসন হারাতেই ক্ষোভ উগরে দিলেন নিশা চট্টোপাধ্যায়”

Leave a Reply to sanjayadhikari2291975 Cancel reply