১০০ টাকাতেই ইডেনে দেখতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

T20 World Cup 2026 matches at Eden Gardens ticket price revealed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। শেষবারের মতো দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে 20 ওভারের বিশ্বকাপে বিশ্বজয় করেছিল ভারত। এবারেও সেই লক্ষ্য নিয়েই নামবেন সূর্যকুমার যাদবরা। সেই আসরের কয়েকটি ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। সেই মতোই, এবার ক্রিকেটের নন্দনকাননে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম ঠিক হয়ে গেল। জানা যাচ্ছে, মাত্র 100 টাকা থাকলেই মিলবে বিশ্বকাপ ম্যাচের টিকিট।

100 টাকা থেকে শুরু হচ্ছে ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলি ইডেনে পড়েছে সেগুলির টিকিট মূলত তিন ভাগে ভাগ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তিন ধরনের টিকিটের দাম তিন রকম।। এর মধ্যে গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে 100 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত। এর মধ্যে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম 4,000 টাকা।

তবে যদি কেউ লোয়ার ব্লক বি এবং এল-র টিকিট কাটতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে 1,000 টাকা। একইভাবে লেয়ার ব্লক সি, এফ এবং কে এর টিকিটের দাম মাত্র 200 টাকা। অন্যদিকে লোয়ার ব্লক ডি, ই ব্লক, এইচ ব্লক এবং জে ব্লকের টিকিটের দামও 200 টাকা। তবে যদি কেউ ব্লক বি1, সি1, ডি1, এফ1, জি1, এইচ1, কে1 এবং এল1 এর টিকিট কাটতে চান সেক্ষেত্রে গুনতে হবে মাত্র 100 টাকা।

যদি কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড বনাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচের টিকিট কাটতে চান সেক্ষেত্রে বেশি অর্থ খরচ করতে হবে। ইডেনে এই ম্যাচগুলি দেখতে চাইলে প্রিমিয়াম হসপিটালিটি বা বি প্রিমিয়াম টিকিটের দাম রাখা হয়েছে 5,000 টাকা। অন্যদিকে লোয়ার ব্লক বি এবং এল এর টিকিটের দাম 1,500। লোয়ার ব্লক সি, এফ এবং কে এর টিকিটের দাম আবার 1,000 টাকা। একই সাথে, লোয়ার ব্লকের ডি, ই, জি, এইচ এবং জে এর টিকিট কাটতে চাইলে সে ক্ষেত্রে 500 টাকা ও আপার বি1 ব্লক, সি1 ব্লক, ডি1 ব্লক, এফ1 ব্লক, জি1, এইচ1 এবং এল1 ব্লকের টিকিটের দাম 300 টাকা।

অবশ্যই পড়ুন: ৫০ হাজার ডলারের জরিমানা, দু’বছরের নির্বাসন! কেন মোহনবাগানকে এত বড় শাস্তি দিল AFC?

সবচেয়ে বেশি দাম এই টিকিটের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইচ পর্ব এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি। ইডেনে সেমিফাইনাল এবং এইচ পর্বের ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম 10,000 টাকা। এটি মূলত প্রিমিয়াম হসপিটালিটি বা বি প্রিমিয়াম টিকিট। এছাড়া লোয়ার ব্লক বি এবং এল ব্লকের টিকিটের দাম 3,000 টাকা। এছাড়া লোয়ার ব্লক সি, এফ এবং কে ব্লকের টিকিটের দাম 2,500 টাকা। এছাড়া লোয়ার ডি, ই, জি, এইচ ও জে ব্লকের টিকিটের দাম 1,500 ও আপার বি1, সি1, ডি1, এফ1, জি1, এইচ1 থেকে শুরু করে এল1 পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছে 900 টাকা। অর্থাৎ সেমিফাইনাল এবং এইচ পর্বের ম্যাচ দেখতে গেলে সব থেকে বেশি খরচ হবে দর্শকদের।

1 thought on “১০০ টাকাতেই ইডেনে দেখতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ”

Leave a Reply to f8betceo Cancel reply