১০০ বছরে প্রথম, সূর্য গ্রহণের জন্য ৬ মিনিট হবে অন্ধকার! ভারতে দেখা যাবে?

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 2 আগস্ট, 2027 আকাশে এমন এক দৃশ্য আসছে, যা হয়তো কল্পনাও করতে পারবেন না। হয়তো এই জীবনে আর দ্বিতীয়বার দেখতেও পাবেন না। হ্যাঁ, 2027 সালের 2 আগস্ট এক ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই দিন ঘটবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse)। জানা গিয়েছে, পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশে এই গ্রহণ টানা 6 মিনিট 23 সেকেন্ড ধরে বজায় থাকবে। 

প্রসঙ্গত, বিজ্ঞানীরা ইতিমধ্যেই গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপ্স নামে একে আখ্যায়িত করেছেন। কারণ এই মহাজাগতীয় ঘটনা সবথেকে বেশি দৃশ্যমান হবে উত্তর আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আকাশে। কিন্তু ভারত থেকে কি দেখা যাবে এই অস্বাভাবিক ঘটনা? চলুন জেনে নিই।

কবে, কখন, কোথায় দেখা যাবে?

এই গ্রহণটি হবে সোমবার অর্থাৎ 2 আগস্ট, 2027 তারিখে। গ্রহণটি একেক জায়গায় একেক সময়ে হবে। জানা যাচ্ছে, দক্ষিণ স্পেনে দুপুর 1:30 থেকে 2:00 মধ্যে এই গ্রহণ হবে। লিবিয়া ও মিশরে দুপুর 2:00 থেকে 2:30 পর্যন্ত এই গ্রহণ হবে এবং সৌদি আরবে বিকেল 3:00 দিকে গ্রহণ চলবে। 

তবে এই গ্রহণ ৩ ঘন্টা মতো স্থায়ী হবে। কিন্তু পূর্ণ অন্ধকার থাকবে মাত্র 6 মিনিটের কিছুক্ষণ বেশি সময় ধরে। আর সেটাই হবে ইতিহাসের সবথেকে বিরল ঘটনা। 

কেন এই সূর্যগ্রহণ এত গুরুত্বপূর্ণ?

আসলে এই গ্রহণ শুধুমাত্র সাধারণ গ্রহণ নয়, বরং এর পেছনে রয়েছে একাধিক আধ্যাত্মিক রহস্য।  প্রথমত, এই গ্রহণের সময় পৃথিবী থেকে সূর্য সর্বাধিক দূরত্বে থাকবে। ফলে সূর্যকে অনেকটাই ছোট দেখাবে। দ্বিতীয়ত, চাঁদ তখন পৃথিবীর সবথেকে কাছাকাছি অবস্থান করবে। ফলে আকারে অনেকটাই বড় দেখাবে। তৃতীয়ত, গ্রহণের ছায়াপথ থাকবে নিরক্ষরেখার কাছাকাছি।

কোথায় কোথায় দেখা যাবে?

বিজ্ঞানীরা বলছে, গ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় 270 কিলোমিটার চওড়া হবে, যা বহু দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। ইউরোপের ক্ষেত্রে দক্ষিণ স্পেনের কাদিজ ও মালাগা শহরে দেখা যাবে 4 মিনিটের বেশি সময় ধরে এবং জিব্রাল্টার দিয়ে ইউরোপে প্রথম অবতরণে গ্রহণের ছায়া দেখা যাবে।

উত্তর আফ্রিকার ক্ষেত্রে মরক্কোর ট্যাঞ্জিয়ার ও টেটোয়ান, আলজেরিয়া, তিউনিসিয়া সমস্ত দেশেই দৃশ্যমান হবে এই গ্রহণ। এর পাশাপাশি লিবিয়ার বেনগাজিতে 5 মিনিট এবং মিশরের লুক্সোর শহরে 6 মিনিট 23 সেকেন্ড এই গ্রহণ দেখা যাবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলি অর্থাৎ সৌদি আরবের জেদ্দা, মক্কা, ইয়ামেন, সোমালিয়া, এসব শহরেও গ্রহণের আভাস পড়বে।

তবে এই ধরনের দীর্ঘ সূর্যগ্রহণ বিজ্ঞানীদের কাছে বিরাট সুযোগ। তারা এই সময় সূর্যের করোনা বা বাইরের স্তর, সৌর ঝড় ইত্যাদি সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করতে পারে। ছবি, ভিডিও, লাইভ, টেলিস্কোপ ক্যাপচারিং-র জন্য এটি একেবারে সেরা মুহূর্ত। বিশেষজ্ঞরা বলছে, এই গ্রহণ 1991 থেকে 2114 সালের মধ্যে এক বিরল ঘটনা। পরবর্তী এমন দীর্ঘ গ্রহণ হতে পারে 2114 সালের 23 আগস্ট।

ভারত থেকে কি দেখা যাবে?

না, এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। কারণ একাধিক দেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হলেও ভারত ও দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ অংশ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্য অঞ্চলগুলিতে এই গ্রহণ দেখা যাবে না। অর্থাৎ, শুধুমাত্র আংশিক গ্রহণই দেখা যাবে এই সমস্ত এলাকাগুলিতে।

Leave a Comment