সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় জাতীয় সড়কের টোল প্লাজায় আর লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই। গাড়ি চালাতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। সময় অনেকটাই কমতে চলেছে। কারণ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি FASTag অ্যানুয়াল পাস (FASTag Annual Pass) চালু করেছে, যা আগামী 15 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে।
আর এই নতুন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট জাতীয় সড়ক বা জাতীয় মোটরওয়ে টোল প্লাজায় ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে জিপ বা ভ্যান মালিকরা এক বছরের জন্য অথবা ২০০টি ট্রিপ সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। ফলে টোল প্লাজায় আলাদা করে দাড়িয়ে ফি দেওয়ার কোনো দরকার পড়বে না।
কেন আনা হয়েছে এই বার্ষিক পাস?
বছরের পর বছর ধরে টোল প্লাজাগুলিতে 60 কিমি ব্যাসার্ধের মধ্যে একাধিকবার টোল নেওয়ার অভিযোগ আসছিল গাড়ি চালকদের কাছ থেকে। আর এই সমস্যা সমাধান করতেই কেন্দ্র সরকার এরকম ব্যবস্থা এনেছে, যেখানে বারবার পেমেন্ট করার কোনো দরকার পড়বে না। একবার পাস নিলেই এক বছর নিশ্চিন্তে গাড়ি চালানো যাবে।
কত খরচ পড়বে?
উল্লেখ্য জানিয়ে রাখি, যারা এই সুবিধা নিতে চান, তাদের বর্তমানে FASTag-এ 3000 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। আর মেয়াদ শেষ হয়ে গেলে ঠিক আগের মতোই আবার রিচার্জ করলে নতুন এক বছরের জন্য বা 200টি ট্রিপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
এক্ষেত্রে উল্লেখ্য, এই বার্ষিক পাস শুধুমাত্র জাতীয় সড়ক বা জাতীয় মোটরওয়ের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু রাজ্য সড়ক বা অন্য কোনো স্থানীয় প্রশাসনের আওতায় সড়ক কিংবা পার্কিং স্থানে FASTag ব্যবহার করলে সেক্ষেত্রে আগের মতো নির্ধারিত ফি গুনতে হবে।
কারা নিতে পারবেন?
এই FASTag বার্ষিক পাস বা অ্যানুয়াল পাস শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি, জিপ বা ভ্যানের জন্যই প্রযোজ্য। এমনকি এই তথ্য যাচাই হবে সরাসরি VAHAN ডেটাবেস থেকে। আর যদি এটি কোনো বাণিজ্যিক গাড়িতে এই অ্যানুয়াল পাস ব্যবহার করা হয়, তাহলে কোনো নোটিশ ছাড়াই তা বাতিল হয়ে যাবে।
আরও পড়ুনঃ ভারতের বাঁধ গুঁড়িয়ে দেব, অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব! আমেরিকায় বাতেলা মুনিরের
উল্লেখ্য, এই টোল পাস বাধ্যতামূলক কোনও বিষয় নয়, কারোর ইচ্ছা হলে সে নিতে পারে। যারা এই সুবিধা নেবে না, তাদের আগের মতোই সাধারণ FASTag ব্যবহার করে প্রতিটি টোল প্লাজায় দাঁড়িয়ে নির্ধারিত ফি দিয়ে যাতায়াত করতে হবে।