১৫ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে PhonePe, Paytm, GPay-র নিয়ম!

UPI Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 15 সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে UPI লেনদেনের নিয়ম (UPI Rules)। এবার থেকে বড় অংকের টাকা পাঠানোর জন্য আর বারবার ট্রান্সফার করতে হবে না। NPCI নতুন সিদ্ধান্তে জানিয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রে অনলাইন লেনদেনের সীমা অনেকটাই বাড়ানো হবে। ফলে PhonePe, Paytm বা Google Pay-এর মতো অ্যাপ ব্যবহারকারীদের অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।

কী কী বদল আসছে UPI-তে?

15 সেপ্টেম্বর, 2025 থেকে UPI-এর নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে হ্যাঁ, এটি শুধুমাত্র ভেরিফাইড মার্চেন্টদের ক্ষেত্রেই। পার্সন টু পার্সন লেনদেনের সীমা আগের মতোই 1 লক্ষ টাকা থাকবে বলে জানানো হয়েছে।

কোথায় কত লেনদেন করা যাবে?

যেমনটা জানানো হয়েছে, ক্রেডিট কার্ড বিল পরিশোধের ক্ষেত্রে এবার একবারে সর্বোচ্চ 5 লক্ষ টাকা এবং দিনে সর্বাধিক 6 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যাবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন খরচের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া যাবে। লোন বা ইএমআই-এর ক্ষেত্রে একবারে 5 লক্ষ টাকা আর দিনে সর্বাধিক 10 লক্ষ টাকা পরিশোধ করা যাবে।

কেন আনা হচ্ছে এই পরিবর্তন?

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বড় অংকের টাকা পাঠাতে গিয়ে ব্যবহারকারীদের বারবার লেনদেন করতে হয়। আর এতে সময় নষ্ট তো হয়ই, অনেক সময় অ্যাপের দৈনিক বা ঘণ্টাভিত্তিক সীমা ছুঁয়ে যেত। তবে এই নতুন নিয়ম কার্যকর হলে বড় ইএমআই কিংবা ইনস্যুরেন্স প্রিমিয়াম বা বিনিয়োগের টাকা একবারেই পাঠানো যাবে। পাশাপাশি পেমেন্ট হবে আরও দ্রুত ও ঝামেলামুক্ত ভাবে। এছাড়া গ্রাহকদের অভিজ্ঞতা আরও বাড়বে।

আরও পড়ুনঃ ‘ইলিশের গাড়ি পিছু ৫০ হাজার তোলাবাজি পুলিশের!’ ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

UPI অ্যাপগুলির সীমা

জানিয়ে রাখি, বর্তমানে PhonePe অ্যাপে ন্যূনতম KYC-তে করলে দিনে 10 হাজার টাকা আর ফুল KYC-তে একবারে 2 লক্ষ টাকা এবং দিনে 4 লক্ষ টাকা পাঠানো যায়। Paytm-এর ক্ষেত্রে দিনে 1 লক্ষ টাকা আর প্রতি ঘন্টায় সর্বাধিক 20 হাজার টাকা পাঠানো যায়। এমনকি 1 ঘন্টায় সর্বোচ্চ পাঁচটি লেনদেন করা যায়। Google Pay-এর ক্ষেত্রে দিনে 1 লক্ষ টাকা এবং সর্বাধিক 20 টি লেনদেন করা যায়। তবে এখানে নতুন ব্যবহারকারীদের প্রথম 24 ঘন্টায় সীমা 5 হাজার টাকা। কিন্তু পরে স্বাভাবিক নিয়মেই লেনদেন হয়।

Leave a Comment