১ জুলাইয়ে নয়া নিয়ম, তার আগেই জানুন IRCTC অ্যাকাউন্টে আধার যোগ করার প্রক্রিয়া

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাস মানেই হল একগুচ্ছ নতুন নিয়ম লাগু হওয়া। জুলাই মাসেও সেটার ব্যতিক্রম ঘটবে না। তবে এবার এই জুলাই মাস থেকে ট্রেনের টিকিট বুকিং-এর নিয়মে বিরাট বদল আসতে চলেছে। আর যার প্রভাব পড়বে সরাসরি আপনাদের পকেটে। ১ জুলাই থেকে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ভারতীয় রেল এমন একটি পরিবর্তন আনতে চলেছে, যার পরে আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে। এটি না করলে আপনি বুকিং করতে পারবেন না।

১ জুলাই থেকে বদলাচ্ছে রেলের নিয়ম

এছাড়াও, ১৫ জুলাই থেকে, অনলাইনে তৎকাল টিকিট বুক করার সময়, আপনাকে আধার নম্বরের সাথে সংযুক্ত ওটিপি প্রদান করতে হবে। এটি করে, রেলওয়ে সেই মধ্যস্থতাকারীদের বা দালালদের ওপর লাগাম টানতে চায় যারা তৎকাল টিকিট সাধারণ মানুষের হাতে পৌঁছাতে দেয় না। আপনি যদি নিজে ট্রেনের টিকিট বুক করেন। আপনি যদি আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনার আধার লিঙ্ক করুন। এই কাজটি অনলাইনে করা যেতে পারে। জেনে নিন কীভাবে আধারের সঙ্গে আইআরসিটিসি অ্যাকাউন্ট লিঙ্ক করবেন।

আরও পড়ুনঃ Scorpio-র থেকেও বেশি SUV বিক্রি! Maruti, Mahindra-কে হারাল এই কোম্পানি

আধার-আইআরসিটিসি অ্যাকাউন্ট লিঙ্ক করুন এভাবে

ধাপ ১: আপনার ফোন বা কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজারে www.irctc.co.in ওপেন করুন।
ধাপ ২: IRCTC অ্যাকাউন্টে লগ ইন করুন।
ধাপ ৩: ‘My Account’ ট্যাবে যান এবং প্রমাণীকরণ ব্যবহারকারী বিকল্পটি নির্বাচন করুন।
ধাপ ৪: আপনার প্রোফাইলের বিবরণ প্রমাণীকরণ ব্যবহারকারী পেজে সামনে আসবে।
ধাপ ৫: সেখানে আপনার আধার নম্বর লিখুন, আপনি আধার ভার্চুয়াল আইডিও প্রবেশ করতে পারেন। বিবরণ যাচাই করতে OTP-তে ক্লিক করুন।
ধাপ ৬: আধারের সাথে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি এন্ট্রি করান।
ধাপ ৭: চেক বক্সটি পড়ুন, এটিতে টিক দিন এবং সাবমিট করুন।
ধাপ ৮: প্রমাণীকরণ সফল হলে, স্ক্রিনে একটি মেসেজ আসবে।

Leave a Comment