১.৬ কোটির ল্যান্ড রোভার ট্যাক্সি হিসেবে চলছে বেঙ্গালুরুর রাস্তায়! গাড়ির মালিক এক নাপিত

Land Rover Defender Taxi Viral Video Bengaluru

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেঙ্গালুরুর রাস্তায় ট্যাক্সি হিসেবে চলছে দেড় কোটির ল্যান্ড রোভার ডিফেন্ডার 130। যে গাড়িটি অনেকের কাছেই স্বপ্নসম, যা কেনার সাধ্য নেই বহু তারকার, এবার সেই বিলাসবহুল গাড়িটিই ভারতের রাস্তায় ভাড়ার গাড়ি হিসেবে চালাচ্ছে একটি সংস্থা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় ল্যান্ড রোভার সংস্থার ডিফেন্ডার 130 মডেলের সাদা কালো রঙের বিলাসবহুল গাড়িটি বেঙ্গালুরুর রাস্তায় ঘোরাফেরা করছে। ফোর হুইলারটির সামনে এবং পেছনে রয়েছে হলুদ রঙা নম্বর প্লেট। অর্থাৎ বোঝাই যাচ্ছে, গাড়িটি কমার্শিয়াল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। খোঁজ নিয়ে জানা গেল, রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি কোম্পানি ভারতের প্রথম ল্যান্ড রোভার ট্যাক্সি (Land Rover Defender Taxi) সার্ভিস চালু করেছে।

অবাক করবে কোম্পানির মালিকের কাহিনী

News 18 এর রিপোর্ট অনুযায়ী, রমেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামক সংস্থাটির মালিক রমেশ বাবু, রোলস রয়েস বারবার নামে পরিচিত। একাধিক প্রতিবেদন খতিয়ে দেখে জানা গেল, এই রমেশ বাবুর সংস্থার অধীনে BMW, Mercedes, Toyota সহ বেশ কিছু বহুমূল্য কোম্পানির গাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে।

জানলে অবাক, এই ট্রাভেলস সংস্থার মালিক রমেশ 1994 সালে প্রথমবারের মতো একটি মারুতি ওমিনি দিয়ে তাঁর ব্যবসা শুরু করেছিলেন। এরপর সততা এবং ব্যবসার প্রতি নিষ্ঠা থেকে 2004 সালের মধ্যে একটি মারুতি ওমিনি থেকে সাত সাতটি দামি গাড়ির মালিক হয়ে ওঠেন রমেশ বাবু। সেই থেকে ঘুরে যায় ভাগ্যের চাকাও। বলা বাহুল্য, রমেশ বাবুর সংস্থার হাতে বর্তমানে একাধিক বিলাসবহুল গাড়ি মিলিয়ে মোট 200টি ফোর হুইলার রয়েছে। যার সবকটিই বিভিন্ন ক্ষেত্রে ভাড়া দেওয়া হয়ে থাকে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ট্রাভেল সংস্থার মালিক অর্থাৎ রমেশবাবু আজও তাঁর শিকড় ভুলে যাননি। না বললেই নয়, ট্রাভেলস সংস্থা খোলার আগে শহরে একটি সেলুন চালাতেন রমেশ বাবু। আজ 200টি গাড়ির মালিক হওয়া সত্ত্বেও সেই সেলুনেই কাজ করেন তিনি। যত্ন সহকারে গ্রাহকদের চুল কাটেন রমেশ। শুধু তাই নয়, সেলুনে চুল কাটার বিনিময়ে গ্রাহক পিছু মাত্র 100 টাকা চার্জ করেন তিনি।

 

রমেশের সংস্থার অধীনে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর পাশাপাশি দেশের আরও বেশ কয়েকটি শহরে পরিষেবা দিয়ে থাকে রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থা। জানা যায়, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 মডেলের পাশাপাশি রমেশ বাবুর সংস্থার হাতে রয়েছে বিলাসবহুল রোলস রয়েস ঘোস্ট, মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস, টয়োটা ফর্চুনার, BMW এর বেশ কয়েকটি নতুন মডেলের গাড়ি সহ একাধিক বিলাসবহুল ফোরহুইলার। সবচেয়ে অবাক করা বিষয়, প্রত্যেকটি গাড়িই গ্রাহকদের ভাড়া দিয়ে থাকেন রমেশবাবু।

 

অবশ্যই পড়ুন: দাঁড়াতে হবে না লাইনে! ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড, লঞ্চ হচ্ছে e-Aadhaar

প্রসঙ্গত, মূলত ঘন্টা হিসেবে বিলাসবহুল গাড়িগুলি গ্রাহকদের ভাড়া দিয়ে থাকে রমেশবাবুর সংস্থা। রিপোর্ট অনুযায়ী, জি ক্লাসের মার্সিডিজ গাড়িটি প্রতি ঘন্টা বাবদ 5,000 টাকায় ভাড়া দিচ্ছে এই সংস্থা। এছাড়াও 3 কোটির রোলস রয়েস ঘোস্ট গাড়িটি ঘণ্টা প্রতি 6,000 টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। এগুলি ছাড়াও টয়োটা ফরচুনার, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 সহ অন্যান্য সংস্থার গাড়িগুলি 700 থেকে 4,000 টাকা প্রতি ঘন্টায় পাওয়া যাবে রমেশ বাবুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থায়।

Leave a Comment