২০২৬-এ দেশবাসীর হবে ৭ বড় সুবিধা

2026 Rules Change

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সাল শুরু হতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে (2026 Rules Change)। হ্যাঁ, নতুন বছরে ব্যাঙ্কিং থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট, জ্বালানি, কৃষক বা কর ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক নিয়মে বদল এনেছে কেন্দ্র সরকার থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থাগুলি। আর এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। এক নজরে দেখে নিন, ২০২৬ সালে কার্যকর হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।

প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক

১ জানুয়ারি, ২০২৬ থেকে প্যান এবং আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। আর এটি না থাকলে ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি প্রকল্প আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। এমনকি এর শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। যারা এখনোও পর্যন্ত করেননি, তাদের প্যান নিষ্ক্রিয় হতে পারে কিংবা ১০০০ টাকা জরিমানা গুনতে হতে পারে।

দ্রুত আপডেট হবে ক্রেডিট স্কোর

এতদিন ১৫ দিনে একবার করে ক্রেডিট স্কোর আপডেট করা যেত। ফলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হত। আর এখন সপ্তাহে তা একবার করা যাবে। ফলে ইএমআই সময় মতো দিলে তার সুফল দ্রুত মিলবে। আর লোন অনুমোদন আরও নির্ভুলভাবে হবে।

এলপিজি সিলিন্ডারের দাম

প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে তেল বিপণন সংস্থাগুলি। সেই মতো এবার বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১১১ টাকা করে বেড়েছে। তবে গৃহস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও রকম পরিবর্তন আসেনি।

আরও পড়ুন: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভরসা পোস্ট অফিসের এই ৩ স্কিম

ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টে কড়া নিয়ম

ডিজিটাল জালিয়াতে ঠেকাতে এবার ইউপিআই, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হয়েছে। আর এই নিয়ম কার্যকর হয়েছে ১ জানুয়ারি থেকেই। সিম ভেরিফিকেশন এবং ডিজিটাল পরিচয়ের উপর এবার বিশেষ জোর দেওয়া হবে।

পুরনো পেট্রোল-ডিজেলের গাড়িতে কড়াকড়ি

দূষণ নিয়ন্ত্রণ করতে বড় বড় শহরে পুরনো বাণিজ্যিক পেট্রোল-ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। আর এর প্রভাব পড়বে ক্যাব পরিষেবান ডেলিভারি বা লজিস্টিক স্টোরে।

কৃষকদের জন্য নতুন নিয়ম

কিছু কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে ১ জানুয়ারি থেকে। আর পিএম কিষান এবং ফসল বীমা প্রকল্পে কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী দ্বারা ক্ষতির রিপোর্ট সময় মতো জমা করলে বীমার আওতায় আসার সুযোগ বাড়তে পারে।

আরও পড়ুন: শীত একটু কমলেও দক্ষিণবঙ্গের ফের কনকনে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার খবর

অষ্টম বেতন কমিশন গঠন

সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৫। সেই মতো ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা ছিল। তবে এখনও পর্যন্ত কোনও সুপারিশ আসেনি। তবে চলতি বছরেই হয়তো সরকারি কর্মচারীরা সেই সুবিধা উপভোগ করতে পারবে।

Leave a Comment