২০২৬ IPL নিলামের আগে এই ৩ তারকা অলরাউন্ডারকে রিটেইন করাতে পারে হার্দিকের MI

MI Retention For IPL 2026 These 3 allrounders may retained by Mumbai Indians

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা ভাল না হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণের শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছিল আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যায়ে গিয়ে 18 বছরের খরা কাটিয়ে IPL জিতে নেয় বিরাট কোহলির RCB। অন্যদিকে হাড়ভাঙা পরিশ্রমের পরও তালিকার চতুর্থ স্থানে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল MI কে। তবে নতুন মরসুমে কাপ জেতার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রোহিত শর্মাদের দল। সেই মতোই শুরু হয়ে গিয়েছে দল গঠনের কাজ। এরই মাঝে উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, আগামী 15 নভেম্বর বাকিদের সাথেই 3 তারকা অলরাউন্ডারকে ধরে রাখতে পারে মুম্বই (MI Retention For IPL 2026)।

অধিনায়ক থাকবেন হার্দিক পান্ডিয়া?

সালটা 2024। সেবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার কাঁধ থেকে সরে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঘাড়ে এসে বসেছিল মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত নিজের সাধ্য মতো সেই দায়িত্ব পালন করে গিয়েছেন হার্দিক। 2026 এ কী হবে? আপাতত রিপোর্ট যা বলছে তাতে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক রাখবে মুম্বইয়ের ম্যানেজমেন্ট।

এই 3 তারকা অলরাউন্ডারকে ধরে রাখতে পারে MI

InsideSport এর এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে 3 পরিচিত তারকা অলরাউন্ডারকে রিটেনশন তালিকায় জায়গা দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। যা খবর, MI এর রিটেইন তালিকায় প্রথমেই নাম আসতে পারে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার উইল জ্যাকসের। গতবার এই ইংলিশ ক্রিকেটার মুম্বইয়ের হয়ে নিজের জাত চিনিয়েছিলেন। MI এর জার্সি গায়ে সর্বসাকুল্যে 233 রানের পাশাপাশি 6টি উইকেট তুলেছিলেন উইল জ্যাকস। তাই এমন একজন বহুমূল্যবান অলরাউন্ডারকে ছাড়তে চায় না MI।

এরপরই তালিকার দ্বিতীয় স্থানে নাম আসতে পারে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার মিচেল স্ট্যান্টনারের। 2 কোটিতে MI দলে আসা এই প্লেয়ার আসন্ন সিজনেও কামাল দেখাবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, গত IPL এ মুম্বই দলের হয়ে 13টি ম্যাচে অংশ নিয়ে তুলেছিলেন মোট 10টি উইকেট। তাছাড়াও তাঁর ব্যাট থেকে মোট 40 রানের যোগদান পেয়েছিল MI। তবে আসন্ন সিজনে এর থেকে আরও ভাল পারফর্ম করতে পারেন এই কিউই তারকা, এমনটাই মত মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের।

অবশ্যই পড়ুন: অন্ধকারে ISL-র ভবিষ্যৎ! ভারতীয় ফুটবলকে বাঁচাতে BCCI এর দ্বারস্থ ইস্টবেঙ্গল

সবশেষে মুম্বইয়ের রিটেনশন তালিকায় তৃতীয় অলরাউন্ডার হিসেবে নাম উঠতে পারে ভারতীয় অলরাউন্ডার রাজ বাওয়ার। হিমাচল প্রদেশের এই ক্রিকেটার গত সিজনে রোহিত শর্মার চোটের কারণে বিকল্প ক্রিকেটার হিসেবে LSG র ম্যাচে নেমেছিলেন। তাছাড়াও গুজরাত টাইটান্সের বিপক্ষেও এলিমিনেটর ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। বলে রাখি, এখনও পর্যন্ত মোট 23টি টি-টোয়েন্টি খেলে 316 রান করার পাশাপাশি 22টি উইকেট তুলেছেন এই ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment