২৩ না ২৪ জানুয়ারি, কবে পড়েছে সরস্বতী পুজো? জানুন দিনক্ষণ ও সময়

Saraswati Puja 2026

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হতে আর মাত্র দুদিন বাকি। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মানুষ। এদিকে নতুন বছর শুরু হওয়ার পাশাপাশি বেশ কিছু উৎসবও রয়েছে, যার মধ্যে অন্যতম হল সকলের প্রিয় সরস্বতী পুজো (Saraswati Puja 2026)। কিন্তু নতুন বছরে এই পুজো কবে পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ২৩ নাকি ২৪ জানুয়ারি, কবে পড়েছে সরস্বতী পুজো? আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২০২৬ সালে কবে পড়েছে সরস্বতী পুজো?

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বিদ্যার দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয়। প্রতি বছর, এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে অত্যন্ত আনন্দ ও জাঁকজমকের সাথে পালিত হয়। এই উৎসবের সঙ্গে সূচনা হয় বসন্ত ঋতুর। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বলা হয় যে জ্ঞান, শিল্প এবং সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো একজন ব্যক্তির জীবনের অজ্ঞতার অন্ধকার দূর করে এবং সারা জীবন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখে। আসুন জেনে নেওয়া যাক ২০২৬ সালে বসন্ত পঞ্চমী কখন পালিত হবে।

আরও পড়ুনঃ IPL কে আক্রমণ করার পরই ওয়াসিম আক্রমকে বিরাট উপহার দিল PCB!

প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে, হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। এই শুভ তিথিকে বসন্ত বা বসন্ত পঞ্চমী বলা হয়। এই দিনটি জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, শিল্প ও সংস্কৃতির দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বৈদিক পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি ২০২৬ সালের ২৩ জানুয়ারি ভোর ২:২৮ মিনিটে শুরু হবে এবং ২৪ জানুয়ারি ভোর ১:৪৬ মিনিটে শেষ হবে। সুতরাং, ২০২৬ সালের সরস্বতী পুজো নতুন বছরে ২৩ জানুয়ারি পালিত হবে।

আরও পড়ুনঃ হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো

বসন্ত পঞ্চমীর তাৎপর্য কী?

বসন্ত পঞ্চমীর শুভ সময় সকাল ৭:১৩ মিনিটে শুরু হয় এবং দুপুর ১২:৩৩ পর্যন্ত স্থায়ী হয়। এই ৫ ঘন্টা ১৯ মিনিটের সময়কালে, আপনি দেবী সরস্বতীর পুজো করতে পারবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে দেবী সরস্বতী ভগবান ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন। তাঁর আবির্ভাবের ফলে পৃথিবী থেকে অজ্ঞতার অন্ধকার দূরীভূত হয়েছিল।

Leave a Comment