২৫০০ থেকে ২৫,০০০ টাকা! যানবাহনের ফিটনেস পরীক্ষার ফি বাড়ল ১০ গুণ

Vehicle Fitness Test Fee Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: পুরনো যানবাহনের মালিকদের পকেটে এবার বিরাট ধাক্কা। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে গোটা দেশে যানবাহনের ফিটনেস পরীক্ষার ফি এবার অনেকটাই বাড়ানো (Vehicle Fitness Test Fee Hike) হয়েছে। এমনকি কিছু কিছু যানবাহনের ক্ষেত্রে নতুন হার ১০ গুণ পর্যন্ত বেড়েছে। আর এই পরিবর্তনগুলি মূলত কেন্দ্রীয় মোটর যানবাহন বিধির পঞ্চম সংশোধনের আওতায় আনা হয়েছে। কিন্তু কোন যানবাহনের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ল? জানুন এই প্রতিবেদনে।

সম্প্রতি বিজনেস টুডে’র একটি প্রতিবেদন অনুযায়ী, সরকার এবার উচ্চতর ফিটনেস ফি বিভাগের জন্য যানবাহনগুলির বয়সসীমা অনেকটাই কমিয়েছে। কারণ, আগে শুধুমাত্র ১৫ বছরের বেশি যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রযোজ্য ছিল। তবে সরকার এখন সেই বয়সসীমা কমিয়ে ১০ বছর করেছে। অর্থাৎ, আপনার গাড়ি যদি ১০ বছর পুরনো হয়, তাহলে আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে।

কমল যানবাহনের ফিটনেসের বয়সসীমা

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি কেন্দ্রীয় মোটরযান নিয়ম সংশোধন করে এই নতুন ফি কার্যকর করেছে। জানা যাচ্ছে, নতুন ব্যবস্থায় যানবাহনগুলিকে তিনটি বয়সের গ্রুপে ভাগ করা হয়েছে। সেগুলি হল ১০ থেকে ১৫ বছর, ১৫ থেকে ২০ বছর এবং ২০ বছরের বেশি বয়সী গাড়ি। মূলত গাড়ির বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস পরীক্ষার খরচ অনেকটাই বাড়বে। আগে ১৫ বছরের বেশি বয়সের যানবাহনগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা ফি প্রযোজ্য ছিল। তবে এবার সেই নিয়মগুলোতেই পরিবর্তন আনা হয়েছে।

জানা গিয়েছে, এই নতুন নিয়ম সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যার মধ্যে দুই চাকার বাইক, তিন চাকার গাড়ি, হালকা মোটরযান, মাঝারি ও ভারী পণ্যবাহী যানবাহন বা যাত্রীবাহী যানবাহনগুলিও পড়ছে। এমনকি ছোট থেকে বড়, বয়সের সাথে সাথে সমস্ত গাড়ির ফিটনেস পরীক্ষার খরচ অনেকটাই বাড়বে।

১০ গুণ প্রভাব পড়তে পারে এই গাড়িগুলির উপর

বলাবাহুল্য, বাণিজ্যিক যানবাহনগুলি এই নতুন নিয়মের ফলে সবথেকে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। কারণ, ২০ বছরের বেশি পুরনো ট্র্যাক বা বাসের ফিটনেস ফি আগে ছিল ২৫০০ টাকা। আর এখন বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। একইভাবে ২০ বছরের বেশি পুরনো মাঝারি বাণিজ্যিক যানবাহনগুলির ফি ১৮০০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা করা হয়েছে। এদিকে হালকা মোটরযানের ক্ষেত্রেও অনেকটাই বাড়ানো হয়েছে। কারণ, ২০ বছরের বেশি পুরনো হালকা মোটরযানের জন্য ফিটনেস ফি এখন ১৫,০০০ টাকা করা হয়েছে। আর তিন চাকার জন্য এই পরিমাণ ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং দুই চাকার জন্য ৬০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ানো হল রেলের ৫৮১০ শূন্যপদে NTPC নিয়োগের সময়সীমা! দেখুন ডেডলাইন

এদিকে ১৫ বছরের কম পুরনো যানবাহনগুলির ক্ষেত্রেও দাম অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মোটরসাইকেলের ক্ষেত্রে এবার ৪০০ টাকা, হালকা মোটরগাড়ির জন্য ৬০০ টাকা, মাঝারি ও ভারী যানবাহনের জন্য ১০০০ টাকা করে দিতে হবে ফিটনেস পরীক্ষার জন্য। সরকার মনে করছে, সড়ক নিরাপত্তা এবং সময়মতো পুরনো যানবাহনগুলিকে অপসারণের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই এবার থেকে গাড়ির মালিকদের যে অতিরিক্ত খরচ করতে হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment