সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের দরিদ্র এবং পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য এবার বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার। শুরু হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ (Ujjwala Yojana 3.0), যার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন পাচ্ছে। আর শুধু তাই নয়, সংযোগের সাথে মিলবে সম্পূর্ণ ফ্রি গ্যাসের ওভেন, সিলিন্ডার এবং প্রথম রিফিলে ৩০০ টাকা করে ভর্তুকি।
২৫ লক্ষ নতুন গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্য
উজ্জ্বলা যোজনা ৩.০ প্রকল্পের আওতায় গোটা দেশে মোট ২৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই সুবিধা পাবে শুধুমাত্র সেই সমস্ত মহিলা, যাদের পরিবারের নামে বর্তমানে কোনওরকম গ্যাস সংযোগ নেই এবং যারা দরিদ্রভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এমনকি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে।
অনলাইন, অফলাইন দু’ভাবেই করা যাবে আবেদন
এদিকে সরকার এই আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী মহিলাদের নিকটবর্তী কোনও গ্যাস এজেন্সিতে গিয়ে আবেদন ফর্ম জমা দিতে হবে। আর অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অথবা কমন সার্ভিস সেন্টারের সাহায্যে খুব সহজে আবেদন করে নেওয়া যাবে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এবার ‘Online Application’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে।
- এরপর মোবাইলে আসা ওটিপি যাচাই করতে হবে।
- সবশেষে সাবমিট করতে হবে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের ঝটকা দিয়ে শূন্যপদ কমাল স্কুল সার্ভিস কমিশন!
তবে বলে রাখি, আবেদন করার সময় অবশ্যই আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। নাহলে আবেদন বাতিল হবে।
এদিকে উজ্জ্বলা যোজনা প্রকল্পটি সুষ্ঠুভাবে চালনা করার জন্য প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। কোনওরকম সমস্যা হলেই বা অভিযোগ থাকলে যোগাযোগ করা যাবে তাদের সাথে। আর এই কমিটিতে তেল সংস্থার আধিকারিকরাও থাকবেন।