সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ড আর প্যান কার্ডের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আপনি যদি এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) না করে থাকেন, তাহলে এখনই করে নিন। কারণ, আপনার হাতে আর মাত্র এই মাসটাই সময়। ৩১ ডিসেম্বরের পর যদি আপনি এই কাজ না করেন, তাহলে ১ জানুয়ারি থেকে অকার্যকর হয়ে যাবে প্যান কার্ড। অর্থাৎ, আয়কর রিটার্ন আর দাখিল করতে পারবেন না এবং যে কোনও রকম আর্থিক লেনদেন করতে সমস্যায় পড়বেন।
আধার এবং প্যান লিঙ্ক কেন দরকার?
প্রথমত, আয়কর দাখিলের ক্ষেত্রে কেন্দ্রীয় কর বোর্ড আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে। পাশাপাশি আইটিআর দাখিলের জন্য এটি প্রয়োজন। আর যারা ১ অক্টোবর ২০২৫ বা তার আগে তাদের প্যান কার্ড পেয়েছে, তাদের জন্য প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর। যদি এই দিনক্ষণের মধ্যে না করেন, তাহলে বাতিল হবে আপনার প্যান কার্ড।
তবে জানিয়ে রাখি, যারা তাদের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড পেয়েছে, তাদেরকেও পুনরায় লিঙ্ক করতে হবে। আর এই ধরনের ব্যবহারকারীরা আয়কর ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে খুব সহজে তাদের আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবে।
যদি লিঙ্ক না করা হয় তাহলে কী হবে?
৩১ ডিসেম্বরের মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার আয়কর রিটার্ন দাখিল বা যাচাই করা হবে না। এর ফলে আপনার রিফান্ড আটকে রাখা হবে, আর মুলতুবি রিটার্নও প্রক্রিয়াকরণ হবে না। পাশাপাশি টিডিএস ফর্ম ২৬এসএস দেখতে পাবেন না এবং অতিরিক্ত হারে টিডিএস কাটা হতে পারে। পরে যখন আপনি আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন, তখন সাধারণত ৩০ দিনের মধ্যেই তা পুনরায় সক্রিয় হয়ে যাবে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিলে বিরাট স্বস্তি! নয়া প্রকল্প রাজ্য সরকারের
কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন?
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা এনএসডিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর স্ক্রিনে “Link Aadhaar” অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার আধার নম্বর, প্যান নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে।
- তারপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করতে হবে।
- যদি আপনার প্যান ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
- তারপর “Quick Link” অপশনে ক্লিক করে লিঙ্ক আধার স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাস পরীক্ষা করতে হবে।
- তারপর পুনরায় ওটিপি দিয়ে ভেরিফাই করলে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।
তাই অবশ্যই ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন এবং প্যান কার্ডকে সক্রিয় রাখুন।