৫৫,৯৯৯ টাকায় ১২৫ সিসির বাইক লঞ্চ করল TATA? জানুন বিস্তারিত

Tata Bike 125 CC

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন ইন্টারনেট খুললেই একটাই খবর, টাটা নাকি বাইক লঞ্চ করছে! হ্যাঁ, গাড়ি নির্মাতা সংস্থা টাটা এবার মোটরসাইকেলের শিল্পে প্রবেশ করছে! আর সবথেকে বড় ব্যাপার, 125cc গাড়ি (Tata Bike 125 CC) পাওয়া যাচ্ছে নাকি মাত্র 55,999 টাকায়! আদৌ কি সত্যি? নাকি সম্পূর্ণটাই গুজব রটানো হচ্ছে? তারই ফ্যাক্ট চেক করব আজ আমরা এই প্রতিবেদনে।

মোটরসাইকেল শিল্প প্রবেশ করছে টাটা?

আসলে এই খবরটি knowledge.w0rld নামের এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেই রটিয়েছে। সেখানে ব্র্যান্ডিং সহ মোটরসাইকেলের ডিজিটাল ভিজ্যুয়াল দেখানো হচ্ছে, আর ক্যাপশনের লেখা হয়েছে, টাটা মোটরস টু হুইলার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে। তাদের প্রথম সংস্করণ হিসেবে 125cc কমিউটার বাইক বাজারে আসবে, যার মাইলেজ হবে 90 কিলোমিটার প্রতি লিটার। এমনকি এর দাম মাত্র 55,999 টাকা। মানে ভাবতে পারছেন! সেই পোস্ট ভাইরাল হতেই একেবারে নেট নাগরিকরা উল্লাসে ফেটে পড়ছে। অনেকেই প্রশংসা করছে, আবার অনেকের মধ্যেই জন্ম নিচ্ছে সংশয়। আদৌ কি টাটা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে?

 

View this post on Instagram

 

A post shared by Knowledge World (@knowledge.w0rld)

এই দুই কারণে নেই কোনও সম্ভাবনা

দেখুন, এখনও পর্যন্ত টাটা মোটরস টু হুইলার শিল্পে প্রবেশ করবে, এরকম সম্ভাবনা নেই বললেই চলে। এর পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, তারা কখনোই আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনও বিষয় ঘোষণা করেনি। তাই অনলাইনে প্রকাশিত সমস্ত খবর ভুয়ো। কোনও নির্ভরযোগ্য সূত্র দ্বারা সমর্থিত নয়। শুধুমাত্র সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তোলা ছাড়া এই সমস্ত খবর রটানোর পিছনে আর কোনও কারণ নেই।

আরও পড়ুনঃ বদলাল রাজ্যের CEO দফতরের ওয়েবসাইট! এবার এভাবে দেখা যাবে ২০০২ এর ভোটার লিস্ট

দ্বিতীয়ত, টাটা মোটরস দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা। যাত্রীবাহী বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রেও এখন তারা বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছে। এর পাশাপাশি ট্র্যাক থেকে শুরু করে বাস কিংবা বড় বড় যন্ত্রপাতি, বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে তাদের নাম বিশাল। তাই সম্পূর্ণ নতুন কোনও খাতে বিনিয়োগ করার সম্ভাবনা নেই বললেই চলে। এমনিতেই বর্তমানে বিশ্বের মধ্যে ভারত টু হুইলার ইন্ডাস্ট্রিতে লাভজনক ফলাফল দিচ্ছে। তাই কোনও প্রয়োজন ছাড়াই সেই জায়গায় প্রতিযোগিতা করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না বলেই মনে করা হচ্ছে। তাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার ভুয়ো পোস্ট থেকে দূরে থাকুন, আর কোনও বিভ্রান্তিতে কান দেবেন না। টাটা মোটরস এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Leave a Comment