৯.২০ কোটির লোকসান নিয়ে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর রহমান! লাভ হবে?

Will Mustafizur Rahman benefited with legal action against ipl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়তে হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। যা নিয়ে পদ্মা দিয়ে জল বয়ে গেছে অনেক। আসলে, ওপার বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে IPL এ দল পেয়েছিলেন ফিজ। 9 কোটি 20 লাখ টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার বাদ পড়ায় প্রশ্ন থাকে IPL থেকে ছাঁটাই হওয়ার পরও কি ওই অর্থ পাবেন তিনি? না পেলে আইনি পথে গিয়ে আদৌ কোনও লাভ হবে মুস্তাফিজুরের?

9 কোটি 20 লাখ টাকা পাবেন ফিজ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনও ফ্রাইঞ্চাইজি যখন নিলামে একটি নির্দিষ্ট অর্থে প্লেয়ারকে কেনে তখন ওই অর্থ পুরোপুরি লক হয়ে যায়। পরবর্তীতে ওই টাকা অন্যত্র ব্যবহার করা যায় না। ওই অর্থ ক্রিকেটারকে দিতে বাধ্য থাকবে ফ্র্যাঞ্চাইজি। নিয়ম অনুযায়ী, নিলামের পর সিজন শুরুর আগেই অগ্রিম বাবদ 15 শতাংশ অর্থ পেয়ে যান ক্রিকেটাররা। বাকি টাকা ধীরে ধীরে দেওয়া হয় তাদের।

অবশ্যই পড়ুন: রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কোনও দল বা ফ্রাঞ্চাইজি যদি নিজে থেকে প্লেয়ারকে ছাঁটাই করে বা বাদ দেয় সেক্ষেত্রে পুরো অর্থ ওই ক্রিকেটারের হাতে তুলে দিতে হবে। তবে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তাঁর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে হস্তক্ষেপ করে তাঁকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের পেসার যদি ক্ষতিপূরণের অর্থ চান সেক্ষেত্রে তা দিতে বাধ্য থাকবে না কলকাতা নাইট রাইডার্স। এক কথায়, ইন্সুরেন্সের দাবি করতে পারবেন না তিনি।

অবশ্যই পড়ুন: অজিত আগরকরের সাথে চুক্তি বাড়াচ্ছে না BCCI! নতুন নির্বাচক পাবে টিম ইন্ডিয়া?

আইনি পথে গিয়ে লাভ হবে মুস্তাফিজুরের?

স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, কলকাতা থেকে বাদ পড়ার পর 9 কোটি 20 লাখ টাকার প্রাপ্য অর্থ দাবি করার ক্ষেত্রে যদি বাংলাদেশের ক্রিকেটার আইনি পথ বেছে নেন সেক্ষেত্রে কি কোনও লাভ হবে? বেশ কয়েকটি সূত্রের দাবি, মুস্তাফিজুর বিতর্ক বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে জড়িয়ে গিয়েছে। সেক্ষেত্রে মুস্তাফিজুর যদি আইনি পথ অবলম্বন করেন তাতে খুব একটা লাভ হবে না। সবচেয়ে বড় কথা, তাঁর বিরুদ্ধে পেশাদারী কোনও চুক্তিভঙ্গ হয়নি। ফলে এই অভিযোগ কেও শক্তি বানাতে পারবেন না ওপার বাংলার ক্রিকেটার।

Leave a Comment