বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঠের মাঝে ডিম পেড়েছে সংরক্ষিত প্রজাতির একটি প্লোভার পাখি (Plover Bird Egg On Playground)। এবার সে কারণেই ডিম ফুটে বাচ্চা হওয়া না পর্যন্ত এক মাসের জন্য অস্ট্রেলিয়ার একটি মাঠে সব রকম ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম Yahoo News এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার কাছের একটি প্লেগ্রাউন্ডের।
ম্যাচ চলাকালীন নজরে আসে বিষয়টি
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে মিনিট 20 দূরে অবস্থিত জেরাবম্বের রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ চলাকালীন একদিন হঠাৎই নজরে আসে, মাঠের একেবারে মাঝ বরাবর একটি অংশে ডিম পেড়েছে বিশেষ প্রজাতির প্লোভার পাখি। বিষয়টি লক্ষ্য করতেই পাখির ডিমটিকে সরিয়ে দেওয়ার বদলে গোটা ফুটবল ম্যাচই পাশের মাঠে স্থানান্তরিত করা হয়।
এরপরই গোটা বিষয়টি খতিয়ে দেখার পর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ওই ডিমটি আসলে একটি বিরল প্রজাতির পাখির। তাই বিশেষজ্ঞের পরামর্শ বা অনুমতি ছাড়া ওই ডিম মাঠ থেকে সরানো যাবে না। তাই যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে আপাতত ওই প্লেগ্রাউন্ডে সব রকম ম্যাচ বা অনুশীলন বন্ধ থাকুক।
সাধারণত একটি পাখির ডিম ফুটে বাচ্চা জন্ম নিতে সময় লাগে 10 দিন থেকে প্রায় দু সপ্তাহ। এদিকে আবার এটি বিরল প্রজাতির পাখির ডিম। তাই বিশেষজ্ঞদের অনুমতি না মেলা পর্যন্ত সর্বোচ্চ 28 দিনের জন্য ওই মাঠ সম্পূর্ণরূপে বন্ধ থাকতে পারে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ওয়াইল্ডকেয়ার নামক একটি বন্যপ্রাণী সংস্থার সাথে কথা বলেছে ওই মাঠ কর্তৃপক্ষ।
অবশ্যই পড়ুন: প্রথমার্ধে চমক দেখালেও দ্বিতীয়ার্ধে গেল না রোখা! কাফা কাপে ভারতকে পরাস্ত করল ইরান
উল্লেখ্য, প্লোভার নামক সংরক্ষিত প্রজাতির পাখিগুলি ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত মেজাজি হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এই সময়কালে কোনও মানুষ বা জীবজন্তু তাঁর ডিমের কাছে আসছে এমন বিপদ আঁচ করলে তারা মারাত্মক হিংস্রভাবে আক্রমণ করতেও পিছুপা হয় না।