রতন টাটার থেকে পান অনুপ্রেরণা, চিনে নিন নেপালের একমাত্র বিলিয়নিয়ারকে

Most Richest Person Of Nepal Binod Chaudhary

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন 435.3 বিলিয়ন মার্কিন ডলারের মালিক তথা টেসলা কর্তা ইলন মাস্ক। তবে প্রসঙ্গটা যদি ভারতের হয় সেক্ষেত্রে, দেশের প্রথম সারির ধনী ব্যবসায়ীদের তালিকায় মগডালে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ 103 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু যদি প্রসঙ্গ ওঠে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের। দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি (Most Richest Person Of Nepal) কে, তাঁর মোট সম্পদের পরিমাণই বা কত জানেন?

নেপালের সবচেয়ে ধনী ব্যক্তি ইনি

যুব সমাজের বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন নেপালের কেপি শর্মা ওলি। ঠিক সেই আবহে নানা মহলেই প্রশ্ন উঠছে নেপালের সবচেয়ে ধনী ব্যক্তি কে? তাঁর পেশাই বা কী? DNA এর রিপোর্ট বলছে, নেপালের সবচেয়ে ধনী ব্যক্তি তথা একমাত্র বিলিয়নেয়ার হলেন সিজি গ্রুপের কর্ণধার ওরফে জনপ্রিয় নুডুলস ব্র্যান্ড ওয়াই ওয়াই নুডুলসের মালিক 70 বছর বয়সী বিনোদ চৌধুরী। নেপালের চৌধুরী গ্রুপের চেয়ারম্যানের হাতে বর্তমানে গোটা দেশ-বিদেশ মিলিয়ে 136টি কোম্পানি রয়েছে।

জানা যায়, কাঠমান্ডুর একটি সম্ভ্রান্ত মারওয়ারি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান বিনোদ। খোঁজ নিয়ে জানা গেল, তাঁর বাবা নেপালে প্রথমবারের মতো ডিপার্টমেন্টাল স্টোর খুলে একটি মাইলফলক অর্জন করেছিলেন। জানা গিয়েছে, ছোটবেলায় পড়াশোনার জন্য ভারতে চলে আসতে হয়েছিল বিনোদকে। তবে বয়স 18 বছরের সিঁড়িতে পা রাখতেই বাবার অসুস্থতার কারণে ফের নেপালে ফিরে যেতে হয় তাঁকে। এরপর ধীরে ধীরে চৌধুরী গ্রুপের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন বিনোদ। সেই থেকে ব্যবসায়িক জগতে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান।

বলা বাহুল্য, 1973 সালে কাঠমান্ডুতে নেপালের আইকনিক ডিস্কো চালু হওয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছিল চৌধুরী গ্রুপ। এই ডিস্কো দ্রুত তরুন প্রজন্মকে আকৃষ্ট করতে শুরু করে। এরপর 1984 সাল নাগাদ ওয়াই ওয়াই নুডুলস ব্র্যান্ড খুলে ফেলেন বিনোদ। যা বর্তমানে ভারত এবং নেপাল জুড়ে রাজত্ব করছে। বলা ভাল, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের আট থেকে আশি সকলেই ওয়াই ওয়াই ব্র্যান্ডের নুডুলস খুব পছন্দ করেন। এই সংস্থার হাত ধরে ধীরে ধীরে বাড়তে থাকে বিনোদের সম্পদ। পরবর্তীতে সুজুকি এবং প্যানাসনিকের মতো সংস্থার সাথে হাত মিলিয়ে ছিলেন চৌধুরী গ্রুপের কর্ণধার। ফলে, একেবারে ফুলেঁফেপে ওঠে তাঁর সংস্থা।

বিনোদ চৌধুরীর মোট সম্পদ

একাধিক রিপোর্ট অনুযায়ী, চৌধুরী গ্রুপ তথা ওয়াই ওয়াই নুডুলস ব্রান্ডের মালিক, তাজ হোটেলের সাথে অংশীদারিত্বে নেপাল, ভারত এমনকি শ্রীলঙ্কা মিলিয়ে 134টি পাঁচতারা হোটেল, ব্যাঙ্কিং সেক্টর, রিয়েল এস্টেট, টেলিকম, এবং স্বাস্থ্য খাতের অন্যতম পরিচিত নাম বিনোদ চৌধুরীর বর্তমান সম্পদের পরিমাণ 1.8 বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 15,000 কোটি টাকারও বেশি। বলা ভাল, বিনোদের এই সম্পদের হিসেব 2023 সালের রিপোর্ট অনুযায়ী। কাজেই, চলতি বছর তার মোট সম্পদের পরিমাণ আরও বেড়েছে বলেই আশা করা যায়।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপের মাঝেই ৩৫ লাখের কলা কেলেঙ্কারি! BCCI-কে নোটিস হাইকোর্টের

প্রসঙ্গত, চৌধুরী গ্রুপের মালিক বিনোদ নাকি বলিউড মুভির বড় ভক্ত। তাঁর পছন্দের অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। তাছাড়াও টাটা গ্রুপের রূপকার স্বর্গীয় রতন টাটা এবং রূপান্তরমূলক পরিবর্তনের প্রতীক নেলসন ম্যান্ডেলার মতো দূরদর্শীদের কাছ থেকে অনুপ্রাণিত বিনোদ। জানা যায়, ব্যবসা নিয়ে প্রবল ব্যস্ততার মধ্যেও অবসর বিনোদনের জন্য প্রায়শই হিন্দি মুভি দেখতে পছন্দ করেন নেপালের একমাত্র বিলিয়নেয়ার।

Leave a Comment