পুরনো গাড়ি থেকেই আসবে ৪০,০০০ কোটি GST, ৭০ লক্ষ কর্মসংস্থান! জানালেন পরিবহন মন্ত্রী

Nitin Gadkari

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাদ পড়া পুরনো, অকেজো গাড়িগুলিই সরকারকে এনে দিতে পারে বিরাট অর্থনৈতিক লাভ। হ্যাঁ, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) জানিয়েছেন, যদি ভারতের প্রায় 97 লক্ষ অচল গাড়ি স্ক্র্যাপ করা যায়, তাহলে তা থেকেই নাকি 40 হাজার কোটি টাকা জিএসটি পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, এর ফলে তৈরি হবে নতুন 70 লক্ষ কর্মসংস্থান এবং আগামী পাঁচ বছরের মধ্যেই ভারত হবে বিশ্বের এক নম্বর অটোমোবাইল শিল্পকেন্দ্র।

বর্তমান অবস্থা কী বলছে?

প্রসঙ্গত, এখনো পর্যন্ত ভারতে এই খাতে অগ্রগতি খুব একটা চোখে পড়ার মতো নয়। গড়করি জানিয়েছেন, এ বছর আগস্ট পর্যন্ত মাত্র 3 লক্ষ গাড়ি স্ক্র্যাপ হয়েছে, যার মধ্যে 1.41 লক্ষ সরকারী যানবাহন ছিল। আর মাসে গড়ে মোটামুটি 16,830 টি গাড়ি স্ক্র্যাপ হচ্ছে। বেসরকারি সংস্থাগুলো ইতিমধ্যেই এই কাজে 2700 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। আর এর মাধ্যমে পুরনো, দূষণ সৃষ্টিকারী গাড়ি বা অনিরাপদ গাড়িগুলিকে সহজেই পরিবেশবান্ধব উপায়ে রাস্তাঘাট থেকে সরানো যাবে।

নতুন গাড়ি কিনলেও মিলবে ছাড়

এদিন মন্ত্রী গাড়ি কোম্পানিগুলিকে আবেদন করেছেন যে, পুরনো গাড়ি স্ক্র্যাপ করে নতুন গাড়ি কিনলে গ্রাহকদেরকে 5% ছাড় দেওয়া উচিত। তিনি বলেছেন, এটা কোনও দান নয়, বরং ব্যবসায়িক কৌশল। কারণ এতে চাহিদা সবসময়ই বজায় থাকবে।

গড়করি এও জানিয়েছেন, নিয়ম সঠিকভাবে কার্যকর হলে গাড়ির যন্ত্রাংশের খরচ 25% পর্যন্ত তলানিতে ঠেকতে পারে। কারণ স্ক্র্যাপ থেকে পাওয়া স্টিল, অ্যালুমিনিয়াম বা অন্যান্য উপকরণ আবারো পুনর্ব্যবহার করা যাবে। আর একইসঙ্গে 97 লক্ষ পুরনো গাড়ি সরিয়ে দিলে দূষণ অনেকটাই কমবে। পাশাপাশি জ্বালানির খরচ হ্রাস পাবে এবং সড়ক নিরাপত্তা বাড়বে।

দেশের এক নম্বর অটোমোবাইল শিল্প হবে ভারত

প্রসঙ্গত, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অটো ইন্ডাস্ট্রি, যার বাজার মূল্য 78 লক্ষ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন, যার বাজার মূল্য 47 লক্ষ কোটি টাকা। তবে ভারতের অটোমোবাইল শিল্পের বাজার মূল্য এখন মাত্র 22 লক্ষ কোটি টাকা। আর গড়করি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যেই ভারত এই তালিকায় শীর্ষস্থানের মুকুট দখল করবে।

আরও পড়ুনঃ দুর্যোগ মাথায় নিয়েই ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী! বৈঠকে হাজির রাজনাথ-ডোভালরাও

তবে শুধুমাত্র অর্থনীতি নয়, বরং সমাজের নিরাপত্তার কথাও তিনি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, 2023 সালে ভারতে 5 লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 1.8 লক্ষ মানুষ মারা গিয়েছে। আর মৃত্যুর মধ্যে দুই তৃতীয়াংশ ছিল 18 থেকে 34 বছরের মধ্যে যুবক যুবতী।

Leave a Comment