রথযাত্রার আনন্দ হবে দ্বিগুণ, দীঘাগামী ট্রেনের সময়সীমা বাড়াল রেল, জানুন নতুন সূচী

সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে আপনারও কি দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। দীঘায় নবনির্মিত মতো জগন্নাথ মন্দিরকে ঘিরে পর্যটকদের মধ্যে আলাদাই এক উত্তেজনা কাজ করছে। এদিকে রথযাত্রা উপলক্ষ করে অনেকেই আছেন যারা ব্যাগ পত্র গুছিয়ে ট্রেনের টিকিট কেটে ফেলেছেন দীঘার উদ্দেশ্যে । তবে আপনার যদি লোকাল ট্রেনে করে দীঘা ঘুরতে যাওয়া প্ল্যান হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর শুনিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে ছুটবে জোড়া লোকাল ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ট্রেনের সময়সীমা বাড়াল রেল

মূলত পাঁশকুড়া থেকে দীঘাগামী উদ্দেশ্যে লোকাল ট্রেনের (Digha Train) সময়সীমা আরো বেশ খানিকটা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবে গত ৯ এপ্রিল থেকে দীঘা -পাঁশকুড়া রুটে এই ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করা হয়। তবে এই ট্রেনের সময়সীমা ছিল ৮ জুন পর্যন্ত। এরপর যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সেই সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করে। তবে এ বার রথযাত্রার আগে বিরাট চমক দিল রেল। ফের বাড়ানো হলো সেই সময়সীমা।

ট্রেনের সময়সীমা কত?

আপাতত এই লোকাল ট্রেনটির মেয়াদ বাড়িয়ে ট্রেনটি আগামী ১০ জুলাই পর্যন্ত করা হয়েছে। জানা গিয়েছে, পাঁশকুড়া-দীঘা প্যাসেঞ্জার স্পেশাল ছাড়বে সকাল ১১টায়। অন্যদিকে দিঘা-পাঁশকুড়া প্যাসেঞ্জার লোকাল দিঘা থেকে ছাড়ে দুপুর ২.৫০ মিনিটে। পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, ‘এই পদক্ষেপে আমরা খুশি হয়েছি। তবে আমরা আরও বেশি খুশি হব যদি এই লোকাল দুটিকে স্থায়ীভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দুটি লোকালের চলাচলের সময়সীমা অস্থায়ীভাবে বর্ধিত না করে স্থায়ীভাবে চালানোর সিদ্ধান্ত নিতে হবে।’

আরও পড়ুনঃ ‘DA না দিলে কপালে অশেষ দুঃখ আছে’, রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি

যাত্রাকালে ট্রেনটি পাঁশকুড়া জংশন, রঘুনাথবাড়ি, রাজগড়া, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, হেরিয়া, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজলপুর, আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর টিকরা এবং দীঘায় দাঁড়াবে।

Leave a Comment