বদলে গেল ব্যাঙ্ক সংক্রান্ত একাধিক নিয়ম! না জানলেই পড়বেন বিপদে

Banking Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর জন্য বড় খবর। কারণ, ১ নভেম্বর থেকে ব্যাঙ্কিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম (Banking Rules) বদলে গেল, যেগুলি না জানলে সমস্যায় পড়বেন আপনিও। হ্যাঁ, নমিনি থেকে শুরু করে ব্যাঙ্ক লকারের চার্জ, এমনকি ব্যাঙ্কিং আইন, সবকিছুতে এসেছে বদল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

সর্বোচ্চ চারজন নমিনি

অর্থ মন্ত্রণালয়ের মতে, এই সংশোধনীগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের উপর বিরাট প্রভাব ফেলবে। এবার থেকে গ্রাহকরা সর্বোচ্চ চারজন ব্যক্তিকে নমিনি অন্তর্ভুক্ত করতে পারবে। এমনকি তারা সিরিয়াল অনুযায়ী নমিনি সাজাতে পারবে। সেই অনুযায়ী তাদের আইনি উত্তরাধিকারীদের দাবি নিষ্পত্তির সুবিধা দেওয়া হবে। মন্ত্রণালয়ের দাবি, অ্যাকাউন্ট মনোনয়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য ও গ্রাহকদের প্রতিটি মনোনীত ব্যক্তির অংশ বা শতাংশ নির্দিষ্ট করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর ফলে নমিনিদের মধ্যে শতাংশ নিশ্চিত করা যাবে এবং সমস্যাও দূর হবে।

ব্যাঙ্ক লকারের নিয়মে পরিবর্তন

ব্যাঙ্ক লকারের জন্য এবার শুধুমাত্র ধারাবাহিক নমিনি অনুমোদিত হবে। এর অর্থ, একজন মনোনীত ব্যক্তির মৃত্যুতে পরবর্তী ব্যক্তি অধিকার অর্জন করবে। এমনকি মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ম ব্যাঙ্ক আমানতকারীদের পছন্দের মনোনীত ব্যক্তিকে অনুমোদন করার সুযোগ দেবে। উল্লেখ্য, সরকার এর আগে ২৯ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যার কিছু ধারা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ ২০০২ এর লিস্টে নাম নেই! কীভাবে প্রমাণ করবেন নাগরিকত্ব? জেনে নিন উপায়

এদিকে গত মাসের ২৩ অক্টোবর এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল যে, নতুন নিয়ম আগামী ১ নভেম্বর থেকেই কার্যকর হবে। এমনকি তারা আরও বলেছিল যে, ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫ এর আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আইনগুলি কোটি কোটি গ্রাহকদের উপর প্রভাব ফেলবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ১৫ এপ্রিলই দেওয়া হয়েছিল। মূলত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন ১৯৩৪, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন ১৯৪১, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন ১৯৫৫, ব্যাঙ্কিং আইন, ১৯৭০ ও ১৯৮০ এর আওতায় মোট ১৯টি সংশোধনী আনা হয়েছে। ফলে গ্রাহকরা যে প্রভাবিত হবে, তা নতুন করে বোলার অপেক্ষা রাখে না।

Leave a Comment