মাত্র ৭০০ টাকায় ১৩৩ কিমি! প্রথমবার আকাশে উড়ল ইলেকট্রিক বিমান

সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রী নিয়ে আকাশে ওড়ার ক্ষেত্রে এবার ইতিহাস লিখছে প্রযুক্তি! মাত্র 700 টাকা খরচেই 133 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাচ্ছে! হ্যাঁ, এমনই এক বৈদ্যুতিক বিমান (Electric Plane) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে Beta Technologies। ফলে এবার আকাশপথে যাত্রা হবে পকেট ফ্রেন্ডলি এবং পরিবেশবান্ধব।

130 কিমি মাত্র 700 টাকায়!

জানা যাচ্ছে, আমেরিকার Beta Technologies দ্বারা নির্মিত Alia CX300 নামের এই বিমানটি বিশ্বের প্রথম বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান হিসেবে নিজের নাম লিখে ফেলেছে। সম্প্রতি এটি ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট পর্যন্ত 133 কিলোমিটার যাত্রাপথ সফলভাবে পাড়ি দিয়েছে বলে খবর। তাও নাকি মাত্র 30 মিনিটে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই গোটা যাত্রায় বিদ্যুৎ খরচ হয়েছে মাত্র 4 ডলার, অর্থাৎ 700 টাকার।

এ বিষয়ে Beta Technologies-র প্রতিষ্ঠাতা এবং সিইও কাইল ক্লার্ক জানিয়েছেন, এই বিমানটি চার্জ দিতে এবং চালাতে আমাদের মোট খরচ হয়েছে মাত্র 4 ডলার। তবে পাইলট থেকে শুরু করে বিমানের অন্যান্য খরচ কিছুটা রয়েছে। কিন্তু তা তুলনামূলকভাবে অনেকটাই সস্তা।

বদলে যাচ্ছে প্রযুক্তির সংজ্ঞা

এই বৈদ্যুতিক বিমানটির সবথেকে বড় বৈশিষ্ট্য – এর কোন শব্দ নেই। হ্যাঁ, ইঞ্জিনের কোনও গর্জন নেই, জ্বালানিতে ধোঁয়ার নামগন্ধ নেই, এমনকি যাত্রীরা বিমানের ভেতর স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে পারছে। জানা যাচ্ছে এটি একবার সম্পূর্ণ চার্জে 463 কিমি. চলতে পারে। মূলত এটি শহরের মধ্যে ছোট যাত্রা অথবা এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়ার জন্য একেবারে সেরা বিকল্প। 

আরও পড়ুনঃ ফের হাইকোর্টে SSC-র বিজ্ঞপ্তি নিয়ে মামলা! শুনানি কবে?

আকাশ পথে উড়বে ইলেকট্রিক ট্যাক্সি

Beta Technologies শুধুমাত্র বিমানেই থেমে থাকেনি। তারা তৈরি করছে Alia 250 eVTOL নামের একটি ইলেকট্রিক ট্যাক্সি, যা কিনা উপর দিকে সোজা উড়তে পারবে এবং নামতেও পারবে। হ্যাঁ, এই মডেলটি শহরের ভেতর চলার জন্য হতে পারে সেরা বিকল্প।

তবে Archer Aviation ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে যে, তারা 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে অফিশিয়ালভাবে এয়ার ট্যাক্সি পার্টনার হতে চলেছে। তাদের মূল লক্ষ্য, 2026 সালের মধ্যেই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা। এমনকি FAA ছাড়পত্রের সাপেক্ষেই এই ট্যাক্সি পরিষেবা চালু হবে বলে খবর।

Leave a Comment