ধামাকাদার ক্যামেরা, পারফরমেন্সে বিরাট চমক! লঞ্চ হচ্ছে Samsung Galaxy A57

Samsung Galaxy A57

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি আপনি মিড রেঞ্জের মধ্যে স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান সংস্থা Samsung এবার তাদের A সিরিজের নতুন আপডেট নিয়ে বাজারে হাজির হয়েছে। আর সেই মডেলটির নাম হল Samsung Galaxy A57।

উল্লেখ্য, সম্প্রতি Samsung এর ইন হাউস টেস্ট সার্ভারে SM-A576B মডেল নম্বরযুক্ত একটি ফোন দেখা গিয়েছিল। আর সেখান থেকে ইঙ্গিত মিলছে যে, নতুন মডেলটি হতে চলেছে Galaxy A56 এর উত্তরসূরি। কিন্তু কী কী ফিচার্স রয়েছে এই ফোনটিতে আর কতই বা দাম? বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পারফরমেন্সে বিরাট চমক

নতুন Samsung Galaxy A57 ফোনটিতে এবার ব্যবহার করা হতে পারে Samsung এর উন্নত চিপসেট Exynos 1680। আর এই প্রসেসরটি মূলত গেমিং থেকে শুরু করে ভারী কাজের জন্য একেবারে সেরার সেরা বিকল্প। এদিকে সর্বশেষ টেস্ট বিল্ডে A576BSC0AAJA7 কোডনেম দেখা গিয়েছিল, যা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে, ইতিমধ্যেই ফোনটির সফটওয়্যার পরীক্ষা শুরু হয়েছে।

ক্যামেরাতেও চমক

উল্লেখ্য, Galaxy A56-এ 50MP একটি প্রাইমারি ক্যামেরা, 12MP আলট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো সেন্সর ছিল। তবে Samsung Galaxy A57-এ ম্যাক্রো সেন্সর আরও উন্নত করার পরিকল্পনা করছে Samsung, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফলে ক্যামেরার দিক থেকে এই ফোন যে আরও চমক দেবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, নতুন Samsung Galaxy A57 ফোনটিতে আগের তুলনায় আরো বড় ব্যাটারি এবং ভালো পাওয়ার ম্যানেজমেন্ট দেওয়া হতে পারে। Samsung এর আগের মডেলটিতে ব্যাটারি ছিল 5000mAh। তবে এখন দেখার, এই মডেলটিতে কী ব্যাটারি দেওয়া হয়। মোদ্দা কথা, Samsung এর মূল লক্ষ্য মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট দেওয়া, যা বহু বছর ধরে সুরক্ষিতভাবে ফোনটিকে চালানোর সুযোগ দেবে।

আরও পড়ুনঃ স্থায়ী ঠিকানায় কীভাবে করবেন ফ্ল্যাটের জন্য আবেদন? জানুন ফর্ম পাওয়ার ঠিকানা ও শর্ত

কবে আসবে বাজারে Samsung Galaxy A57?

যেহেতু ফোনটি সবেমাত্র Samsung এর ইন্টারনাল ফার্মওয়্যার সার্ভারে দেখা গিয়েছে, তাই ধারণা করা হচ্ছে 2026 এর মার্চ কিংবা এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিকভাবেই এই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এটি প্রকাশ্যে আসলে Galaxy A সিরিজ বাজারে যে আরও চমক দেখাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment