সহেলি মিত্র, কলকাতা: চাকরি বদলের কথা ভাবছেন অথচ পিএফ (PF) অ্যাকাউন্টের কী হবে সেটা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। আসলে এবার সরকারের তরফে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার (PF Account Transfer) করার প্রক্রিয়া আরও সহজ করেছে। এবার সব কাজ হবে অটোমেটিক। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
এবার PF ট্রান্সফার হবে অটোমেটিক
চলতি বছর শেষ হওয়ার আগেছে ইপিএফও এমন একটি ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে যেখানে কর্মীদের কোনও ফর্ম পূরণ করতে হবে না বা মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। কেবল চাকরি পরিবর্তন করুন, এবং টাকা স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়োগকর্তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। সবকিছু কেবল একটি ক্লিকেই হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে। এমনিতে চাকরি পরিবর্তনের সময় পিএফ ট্রান্সফার কড়া নিয়ে বেশ ঝামেলা পোহাতে হত এতদিন। তবে আর নয়, এর কারণ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) একটি নতুন স্বয়ংক্রিয় স্থানান্তর ব্যবস্থা চালু করেছে, যা ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।
এর অর্থ হল, যখনই কোনও কর্মচারী নতুন চাকরিতে যোগদান করবেন, তখনই তাদের পুরানো পিএফ ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়োগকর্তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। আর কোনও ফর্মের প্রয়োজন হবে না, পুরাতন অফিসে যাওয়ারও প্রয়োজন হবে না। আগের ব্যবস্থায় কর্মীদের ফর্ম ১৩ পূরণ করতে হত। পুরাতন এবং নতুন উভয় নিয়োগকর্তার কাছ থেকে যাচাইয়ের পরেই তহবিল স্থানান্তর করা হত। এই পুরো প্রক্রিয়াটি এক থেকে দুই মাস সময় নেয় এবং প্রায়শই ক্লেইম প্রত্যাখ্যান করা হত। EPFO-এর তথ্য অনুসারে, প্রতি বছর লক্ষ লক্ষ দাবি দীর্ঘ সময় ধরে মুলতুবি থাকে, যার ফলে কর্মীদের আগ্রহ হ্রাস পায়।
জালিয়াতির সম্ভাবনা দূর হবে
নতুন স্বয়ংক্রিয় ট্রান্সফার ব্যবস্থা এখন এই সমস্যা সম্পূর্ণরূপে দূর করবে। EPFO জানিয়েছে যে এটি ১০ কোটিরও বেশি কর্মচারীকে উপকৃত করবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে এই ব্যবস্থাটি সম্পূর্ণ ডিজিটাল এবং পেপারলেস হবে। এটি কেবল প্রক্রিয়াটিকে দ্রুততর করবে না বরং UAN-এর উপর ভিত্তি করে স্থানান্তর করে জালিয়াতির সম্ভাবনাও কমাবে।