৯৫.৬% শিক্ষিত, গোয়া-মিজোরামের পর এবার সম্পূর্ণ সাক্ষর রাজ্যের তকমা পেল ত্রিপুরা

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের শিক্ষা খাতে এবার ইতিহাস লিখে ফেলল উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরা (Tripura)। 95.6 শতাংশ সাক্ষরতার হার নিয়ে ভারতের তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে পরিণত হল ত্রিপুরা। হ্যাঁ, মিজোরাম এবং গোয়ার পরেই অবস্থান এই ছোট্ট রাজ্যটির। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নিজেই এমন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

বলে রাখি, সরকারের নিয়ম অনুযায়ী কোনও রাজ্যের সাক্ষরতার হার 95 শতাংশ ছাড়ালেই সেই রাজ্যটিকে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য বলে বিবেচনা করা হয়। আর সেই মাপকাঠিতে দাঁড়িয়ে ত্রিপুরা যেহেতু 95.6 শতাংশের গণ্ডি পার করেছে, তাই সম্পূর্ণ স্বাক্ষর বলে নিজের জায়গা পাকাপোক্ত করল এবার এই তারা। 

কীভাবে মিলল এই সাফল্য?

এদিন মুখ্যমন্ত্রী মানিন সাহা জানিয়েছেন, একসময় সাক্ষরতা বলতে শুধু নিজের নাম লিখতে পারাকেই বোঝানো হতো। তবে এখন সময় বদলেছে। ত্রিপুরায় এখন সাক্ষরতার হার মানে শুধু লিখতে-পড়তে পারা নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে সাহিত্য এবং গণিত, জীবন দক্ষতা, কারিগরি প্রশিক্ষণ, এমনকি ধারাবাহিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নও। আর এই গোটা প্রক্রিয়া ULLAS প্রকল্পের আওতায় সম্ভব হয়েছে। 

পরিসংখ্যান কী বলছে?

বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেল, 1961 সালে এই রাজ্যের সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। 1991 সালে তা বেড়ে দাঁড়ায় 60.44%। এমনকি 2001 সালে 73.19%, 2011-তে 87.22%, আর 2023-24 সালে তা পৌঁছই 93.7%-এ। অবশেষে এবার 95.6%-এ গিয়ে ঠেকলো এই রাজ্যের সাক্ষরতার হার, যার জেরে এখন ত্রিপুরা সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবেই আত্মপ্রকাশ করলো। 

আরও পড়ুনঃ ডিগ্রি ছাড়াই পূর্ব রেলে কাজের সুযোগ, হাওড়া ডিভিশনে ATVM ফেসিলিটেটরের জন্য বিজ্ঞপ্তি

কতজন পরীক্ষার্থী এবং কতজন সফল?

বলে রাখি, মূল সাক্ষরতার পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন বহু মানুষ। 2023 সালের মার্চ মাসে 4597 জনের মধ্যে 3581 জন পাস করেছিলেন, পাশাপাশি 2023-র ডিসেম্বরে 14,179 জনের মধ্যে 13,909 জনই পাস করেছিলেন। আর 2024-র মার্চ মাসে 5896 জনের মধ্যে 5819 জন পাস করেছে। 

শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও এই রাজ্য বিরাট খেল দেখিয়েছে। হ্যাঁ, নিজেই জানিয়েছেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, GSDP-র ক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ত্রিপুরা। আর ব্যক্তি পিছু আয়ের নিরিখে সিকিমের পর দ্বিতীয় স্থানে রয়েছে এই ছোট্ট রাজ্যটি।

Leave a Comment