সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় খবর। এবার বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ই-কেওয়াইসি (Ration Card e-Kyc) বাধ্যতামূলক করা হল। আগামী ৩০ নভেম্বর শেষ তারিখ। এরপর যদি ই-কেওয়াইসি না করেন, তাহলে বন্ধ হবে বিনামূল্যে রেশন পরিষেবা। এমনকি রেশন কার্ডটিও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
বড় নির্দেশিকা রাজ্য সরকারের
সম্প্রতি উত্তরাখণ্ডের জেলা সরবরাহ কর্মকর্তা মুকেশ কুমার জানিয়েছেন যে, এই নির্দেশাবলী দেরাদুনের কমিশনার, খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, যদি নির্দিষ্ট সময় সীমার মধ্যে কেউ ই-কেওয়াইসি না করতে পারে, তাহলে তার বিনামূল্য রেশন বন্ধ হবে। পাশাপাশি রেশন কার্ডটিও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
হ্যাঁ, রেশন কার্ডের তালিকাভুক্ত সমস্ত সদস্যদেরই নিকটতম কোনও রেশন দোকানে গিয়ে ই-পস মেশিনে তাদের বায়োমেট্রিক যাচাই করতে হবে বা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। জেলা সরবরাহ কর্মকর্তা খাদ্য শস্য বিতরণে কোনওরকম সমস্যা না পোহাতে হয় যাতে, তার জন্যই এই কাজ সেরে নেওয়ার জন্য অনুরোধ করেছে।
অনেকেই করেননি ই-কেওয়াইসি
বলাবাহুল্য, অনেকে ই-কেওয়াইসি করার জন্য এখনও পর্যন্ত রেশন দোকানে যাচ্ছে না। শুধুমাত্র উত্তরাখণ্ডের রায়পুর জেলাতে ৪ লক্ষ লোকের ই-কেওয়াইসি করা হয়নি। আর তাদের জন্য আগামী ৩০ নভেম্বর ডেডলাইন দেওয়া হয়েছে। এমনকি খাদ্য বিভাগ থেকে প্রাপ্ত একটি তথ্য অনুযায়ী, রায়পুর জেলায় ২২.২২ মিলিয়ন মানুষের নামেই রেশন কার্ডে নিবন্ধিত। তাদের মধ্যে মাত্র ১৮.১ মিলিয়ন মানুষ ই-কেওয়াইসি সম্পন্ন করেছে। আর বাকি ৪.২৫ কোটি মানুষ তা যাচাই করেনি।
আরও পড়ুনঃ মিলবে না কোনও গ্যারান্টি! ডিজিটাল সোনায় বিনিয়োগ নিয়ে সতর্কবার্তা SEBI-র
কেন দরকার ই-কেওয়াইসি?
ই-কেওয়াইসি করার প্রধান কারণ হচ্ছে রেশন কার্ডের অপব্যবহার এবং জালিয়াতি রোধ করা। পাশাপাশি যোগ্য সুবিধাভোগীরা যাতে রেশনের সুবিধা নিতে পারে, তা নিশ্চিত করা এবং পরিবারের সদস্যদের সংখ্যা ও অন্যান্য বিবরণ আপডেট রাখতে সাহায্য করা। আর এই প্রক্রিয়া সম্পন্ন না হলে রেশন কার্ড স্থগিত বা বাতিল হয়ে যেতে পারে।