শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত, রবিবার থেকেই পারদ চড়বে! আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ঘুরছে ঠাণ্ডার হাওয়া! ঘূর্ণাবর্তের চোখ রাঙানির জেরে আগামী কয়েকদিনে একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নামতে চলেছে। গত কয়েকদিনে শীতের (Weather Update) দাপট শুরু না হলেও সকাল সন্ধ্যায় শিরশিরানির জেরে অনেকটাই কমে এসেছিল তাপমাত্রা যার ফলে ঘরে ঘরে বন্ধ হয়েছে ফ্যানও। ধীরে ধীরে আলমারি থেকে বার হচ্ছে গরম জামা কাপড়। এমতাবস্থায় শীত নিয়ে এক বড়সড়ো আপডেট দিলেও আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেটি শ্রীলঙ্কার উপকূলে প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতেও তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। এর ফলে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। একই অবস্থা হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকতে থাকায় সামান্য পরিমাণ বাড়বে তাপমাত্রা।‌ অর্থাৎ স্বাভাবিকের নিচে এতদিন যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। অন্যদিকে পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন আবহাওয়ায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বক্সারের বিধায়ক বাংলায় ছেলে! বিহার নির্বাচনে বড় জয় উত্তরপাড়ার আনন্দর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে কুয়াশা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। খুব সকালের দিকে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলেও জানানো হয়েছে। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

Leave a Comment