৫০ হাজার টাকার সহজ ঋণ দেবে রাজ্য সরকার, ফেরাতে হবে অনেক কম! কারা পাবেন জানুন

Migrant Worker Loan

সহেলি মিত্র, কলকাতাঃ পরিযায়ী শ্রমিকদের কষ্ট লাঘব করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Migrant Worker Loan)। টিভি খুললেই বা সংবাদপত্রে চোখ রাখলে প্রায়দিনই একটা খবর চোখে পড়ে। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হয়রানি। কেউ কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন, নয়তো অঙ্গহানি হচ্ছে কিংবা হেনস্থার শিকার হচ্ছেন। এহেন পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল সরকারের তরফে। চালু হল বিশেষ এক প্রকল্প যার দরুন লাভবান হবেন পরিযায়ী শ্রমিকরা। নতুন এই প্রকল্প সম্পর্কে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প চালু

‘নিজের জেলাতেই কাজ করুন’, এই মন্ত্রে সরকারের তরফে ‘উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প’ ঘোষণা করেছে সরকার। নতুন এই স্কিমের আওতায় প্রত্যেক পরিযায়ী শ্রমিক এখন ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন। শুধু তাই নয়, এই ঋণের উপর থাকছে ১২ হাজার ৫০০ টাকার বিশেষ ছাড়। প্রকল্পের মাধ্যমে তাঁরা সুদ কমে সহজ শর্তে ব্যবসা শুরু করতে পারবেন। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য হল, ভিনরাজ্যে কাজের খোঁজে ঘরছাড়া মানুষদের নিজের জেলাতেই আয়ের সুযোগ করে দেওয়া।

আরও পড়ুনঃ কমবে যানজট, কলকাতায় তৈরি হচ্ছে একাধিক নতুন রাস্তা! জানুন কোথায় কোথায়

কোভিডকালে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কাকে বলে, তা গোটা দেশ দেখেছিল। পরিবার নিয়ে রীতিমতো পথে বসতে হয়েছিল বহু মানুষকে। এমনকি পায়ে হেঁটে বহু শ্রমিক দূর দূর থেকে যে যার রাজ্যে পাড়ি দিয়েছেন। বাদ যাননি বাংলার শ্রমিকরাও। এমনকি পথে অনেকের মৃত্যু অবধি হয়েছে অনাহারে। ধীরে ধীরে পৃথিবী নিজের ছন্দে ফিরলেও এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা যে কে সেই রয়েছে। এদিকে মনরেগা প্রকল্পের আওতায় টাকাও পাঠাচ্ছে না কেন্দ্র বলে অভিযোগ রাজ্যের। এহেন পরিস্থিতিতে সরকারের এই উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থার প্রকল্প ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের বড় আশীর্বাদ বলে মনে করছেন অনেকে।

কী বলছে প্রশাসন?

এই বিষয়ে পুরুলিয়া জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর আহমেদ আলি শাহ জানিয়েছেন, ‘ইতিমধ্যেই দফতরের তরফে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। ফোনে জানানো হচ্ছে প্রকল্পের শর্ত ও আবেদন প্রক্রিয়া। যাঁরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রেশন করবেন, তাঁরা লোনের জন্য আবেদন করতে পারবেন। এই লোনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন। যাতে তাঁরা আর ভিনরাজ্যে গিয়ে বিপদের মুখে না পড়েন।’

Leave a Comment