কীভাবে পাবেন PAN 2.0? জানুন কী কী নথি লাগবে ও অনলাইনে আবেদনের পদ্ধতি

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করতে আয়কর দপ্তর সম্প্রতি প্যান কার্ড 2.0 (Pan Card 2.0) চালু করেছে। আর এই প্যান কার্ড হবে সম্পূর্ণ ডিজিটাল এবং থাকবে আধুনিক কিউআর কোড, যার মাধ্যমে পরিচয় এবং তথ্য খুব সহজেই যাচাই করা যাবে। তবে চিন্তার কোনও কারণ নেই। পুরনো প্যান কার্ড আগের মতই বৈধ থাকবে।

কী থাকছে এই নতুন প্যান কার্ড 2.0-তে?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই ডিজিটাল ই-প্যান কার্ড একদম বিনামূল্যে ইমেইল’র মাধ্যমেই পাঠানো হবে। এমনকি যারা চাইবে তাদেরকে ফিজিক্যাল কপিও সামান্য চার্জ নিয়ে দেওয়া হবে। জানা গেল, এই প্যান কার্ডে থাকছে আধুনিক কিউআর কোড, যা স্ক্যান করলে সমস্ত তথ্য যাচাই করা যাবে। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্ত পরিষেবা পাওয়া যাবে এই প্যান কার্ডের মাধ্যমে। পাশাপাশি ব্যবহারকারীর তথ্য থাকবে সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ।

প্যান কার্ড 2.0-র জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

জানা গেল, এই প্যান কার্ডে 2.0-র জন্য আবেদন করতে গেলে কিছু ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে। সেগুলি হল- পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ডের মধ্যে যেকোনো একটি। ঠিকানার প্রমাণপত্র হিসেবে সাম্প্রতিক ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভাড়ার চুক্তিপত্র, বিদ্যুৎ/গ্যাস/জলের বিল ও আধার কার্ডের মধ্যে যেকোনো একটি। পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট বা পাসপোর্ট দরকার পড়বে। 

প্যান কার্ড 2.0-র জন্য কীভাবে আবেদন করবেন?

প্যান কার্ড 2.0-র জন্য আবেদন করতে প্রথমে NSDL-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর প্যান নম্বর, জন্ম তারিখ এবং আধার সংক্রান্ত সমস্ত তথ্য ইনপুট করতে হবে। তারপর মোবাইলে আসা ওটিপি দিয়ে যাচাই করতে হবে। তবে বলে রাখি, প্রথম 30 দিনের মধ্যে তিনবার ই-প্যান রিকোয়েস্ট করলে কোনোরকম খরচ লাগবে না।

তবে এর পরবর্তী প্রতিটি রিকোয়েস্টে 8.26 টাকা ফি লাগবে। আর আবেদনের পর 30 মিনিটের মধ্যেই ইমেল আইডিতে নতুন ই-প্যান কার্ড পৌঁছে যাবে। এবার যদি আপনি ফিজিক্যাল প্যান কার্ড চান, তাহলে আরও 50 টাকা ফি দিতে হবে। তারপর পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় ফিজিক্যাল প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ হু হু করে কমছে সোনা, রুপোর দাম! কপাল খুলল মধ্যবিত্তদের, আজকের রেট

কেন আনা হচ্ছে এই পরিবর্তন?

আসলে প্যান কার্ড 2.0-র পিছনে মূল উদ্দেশ্য হল সরকারের নথি ব্যবস্থাকে আরো ডিজিটাল ও কাগজবিহীন করা। পাশাপাশি পরিচয় যাচাই সহজ করা এবং প্যান কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য এক জায়গায় সংরক্ষণ করে রাখা। এমনকি ডিজিটাল ইন্ডিয়া মিশনকে বাস্তবায়নের পথে রূপ দেওয়া। 

Leave a Comment