রাতের আকাশে চকচকে ‘ডায়মন্ড রিং’ Optical Illusion! বিজ্ঞানীরা জানালেন আসল রহস্য

Diamond Ring Nebula

সৌভিক মুখার্জী, কলকাতা: রাতের আকাশে দেখা মিলল এক অদ্ভুত দৃশ্য। সাইগনাস নক্ষত্রমন্ডলের বুকের ভেতরেই ঝলমলিয়ে এক আংটির মতো গঠন দেখতে পেলেন বিজ্ঞানীরা, যাকে নাম দেওয়া হল ডায়মন্ড রিং (Diamond Ring Nebula)। জানা যাচ্ছে, দূর মহাকাশে প্রায় 20 আলোকবর্ষ দূরে বিস্তৃত গ্যাস আর ধুলোর বৃত্ত এক্কেবারে আংটির মতো ছড়িয়ে রয়েছে। আর তার এক কোণেই জ্বলজ্বল করছে এই উজ্জ্বল নক্ষত্র, যা দেখতে পুরো হীরের মতো চকচকে! তবে এর আসল রহস্য কী?

ডায়মন্ড রিংয়ের আসল রহস্য

জার্মানির ইউনিভার্সিটি অফ কোলোনের বিজ্ঞানী সাইমন ডানহাউয়ার এবং তাঁর গবেষক দল এই 3D সিমুলেশনের রহস্য উদঘাটন করেন। তাঁরা জানিয়েছেন, ডায়মন্ড রিংয়ের উজ্জ্বল অংশটিকে বলে তারার ক্লাসটার, যা পৃথিবী থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আর যাকে আমরা আসলে হীরের আংটি ভাবছিলাম, সেটি আংটির সঙ্গে যুক্তই নয়। এটি একপ্রকার অপটিক্যাল ভ্রম। যেখানে দূরের এবং কাছের বস্তু এমনভাবে এক লাইনে এসে দাঁড়ায়, যা আমাদের চোখ ভুল করে বসে।

এমনকি বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই আংটিটি তৈরি হয়েছে এক বিরাট নক্ষত্রের ভয়ংকর তাপ এবং নক্ষত্রিক বায়ুর ধাক্কায়। এমনকি সেই নক্ষত্রের তৈরি গ্যাসের বাবল ধীরে ধীরে ফুলতে ফুলতে এতটাই ছড়িয়ে পড়েছে যে তা বহু দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বেশিরভাগ নক্ষত্রিক বাবল গোলাকারভাবেই বাড়ে। তবে এই বাবলটি পুরো সমতল আকারে চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি।

SOFIA এর বিমান পর্যবেক্ষণে ভিন্ন ছবি

অন্যদিকে SOFIA এর এয়ারক্রাফ্ট গবেষণাকেন্দ্রের আগের পর্যবেক্ষণে এই জায়গায় সেরকম কোনও বড়সড় বাবল চিহ্ন ধরা পরেনি। বরং দেখা গিয়েছিল খুব পাতলা একটি বাঁকা গ্যাসের রিং, যা খুব ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছিল। অথচ সাধারণত মহাকাশের বাবল অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আর এই অস্বাভাবিক আচরণেই বিজ্ঞানীদের কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ হারিয়ে গেল দেশের বীরপুত্র! তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় শহিদ পাইলটকে চেনেন?

তবে সব মিলিয়ে গবেষণায় দেখা যায়, ডায়মন্ড রিংয়ের ওই উজ্জ্বল হীরে আসলে এক তারাগুচ্ছ আর আংটিটি আদতে প্রাচীন নাক্ষত্রিক বাবলের একটি অবশিষ্টাংশ। পাশাপাশি এই বাবল সমতল ধুলো ক্লাউডে আটকে গিয়ে আংটির মতোই দেখাচ্ছে, যা একপ্রকার দৃষ্টিভ্রম।

Leave a Comment