ফিরল স্মার্ট মিটার আতঙ্ক! বড় নির্দেশিকা জারি সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার (Prepaid Smart Meters) বসানো নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক। অভিযোগ একটাই আগের তুলনায় বিদ্যুতের বিল বেশি আসছে। সেই কারণে রাজ্য বিদ্যুৎ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে। কিন্তু তাতে খুশি নয় কেন্দ্রীয় সরকার। তাই পুনরায় প্রিপেড স্মার্ট মিটার বসাতে জোর দিচ্ছে মোদি সরকার।

ফের স্মার্ট মিটার বসানোর উপরে জোর!

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই স্মার্ট মিটার বসানোর পরে অনেক জায়গায় বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। কিছু জায়গায় আবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। তার জেরে সাময়িক সময়ের জন্য স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ রয়েছে।

কিন্তু ফের স্মার্ট মিটার বসানোর উপরে জোর দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর ফের বৈঠকে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপেড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেন।

স্মার্ট মিটার লাগানোর সময়সীমা নির্ধারণ!

এদিন পূর্ব-ভারতের সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর নির্দেশ দিয়েছেন যে, সমস্ত সরকারি দফতর ও আবাসনে আগামী অগস্টের মধ্যে এবং বাণিজ্যিক সংস্থা বা কল-কারখানায় আগামী নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শেষ করতে হবে। কারণ বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিদ্যুৎ সংস্থাগুলির যে বকেয়া রয়েছে, তা হাতে পেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী। যদিও কিছু দিন আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরে আগামী ১০ জুলাই থেকে আপাতত তা বসানোর কাজ বন্ধ থাকবে।

কী বললেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী?

কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় বিদুৎমন্ত্রীর নির্দেশে পুনরায় সকলের মনে প্রশ্ন জাগছে যে তা হলে কি ফের বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য? যদিও মনোহর লাল খট্টর অবশ্য স্মার্ট মিটারের উপাকারিতার কথা জানিয়েছেন। তাঁর দাবি, “ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত এই মিটারের মাধ্যমে গ্রাহকও দেখতে পাবেন ঠিক কতটা বিদ্যুৎ ব্যবহার করেছেন।’’

তবে রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রের খবর, আপাতত গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নেই। তবে বাণিজ্যিক কিংবা শিল্প ক্ষেত্রে এবং সরকারি সব দফতর কিংবা আবাসনে তা লাগানো হবে।”

আরও পড়ুন: ঘরের কাছে মিনি সুইজ্যারল্যান্ড, কম খরচে ঘুরে আসুন ভারতের এই ৫ হিল স্টেশন থেকে

আপাতত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো বেশ কিছু জেলায় প্রায় ৫০ হাজার স্মার্ট মিটার বসেছে সাধারণ গ্রাহকদের বাড়িতে। কিন্তু যে মিটার লাগানো হয়ে গিয়েছে সেগুলি এইমুহুর্তে কাজ করবে কিনা বা সেগুলি খুলে নেওয়া হবে কি না তা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেনি রাজ্য সরকার। এমনকি আলাদা করে কোনো নির্দেশিকা জারিও করেনি। তাই স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ধন্দ এখনো কাটছে না।

Leave a Comment